আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ২৬৫তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন : যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি পবিত্র হাদীস শরীফ উনার বরাত দিয়ে বলেন, “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন হস্তি বাহিনী বর্ষের মহাসম্মানিত ১২ই রবীউল আউওয়াল শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ এ।” সুবহানাল্লাহ!

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুবারক তাশরীফ আনার কারণেই ১২ই রবীউল আউওয়াল শরীফ মহাপবিত্র, মহাসম্মানিত ও মহাফযীলতপূর্ণ দিন হিসেবে কায়িনাতে সাব্যস্ত। তাই আনজুমান আমীলসহ কুল-কায়িনাতের সকলের জন্যই ফরয-ওয়াজিব হচ্ছে, সর্বোচ্চ তা’যীম-তাকরীম, মুহব্বত ও ভাবগাম্ভীর্যতার সাথে অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ সারা বছরব্যাপী পালন করা। খুশী মুবারক প্রকাশ করা। সাধ্য সামর্থ অনুযায়ী প্রত্যেকে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিলে খরচ করা।

মাহফিল সংবাদ

 

পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বিশেষ শান মুবারক ৬৩ দিনব্যাপী বিশেষ মাহফিল

 

খ্বালীফাতুল্লাহ, খ্বালীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বিশেষ শান মুবারক ৬৩ দিনব্যাপী রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে আয়োজিত বিশেষ মাহফিল উনার ২য় ৩০ দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহা সম্মানিত সাওয়ানেহ উমরী মুবারকসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ওয়াজ মাহফিল এবং শেষে ৩ দিনব্যাপী সামা শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়।

একইভাবে সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ইমামাতুস ছিদ্দীক্বা, আফদ্বালুন নিসা বা’দাল আম্বিয়ায়ি ওয়া উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, যামানার উম্মুল মু’মিনীন, আওলাদে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হূযুর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় সাইয়্যিদুশ শুহুর পবিত্র রবীউল আউয়াল শরীফ মাস উপলক্ষে পবিত্র ২৮শে সফর শরীফ হতে ৩রা রবীউছ ছানী শরীফ পর্যন্ত দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত দেশ-বিদেশ থেকে আগত মহিলাদের জন্য বিশেষ তালীম মুবারক অনুষ্ঠিত হয়।

বিষয়ভিত্তিক আলোচনায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সাওয়ানেহ উমরী মুবারক ছাড়াও সাইয়্যিদুনা হযরত আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের, হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের, হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার, হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার, হযরত দাদা-দাদীজান ক্বিবলা আলাইহিমাস সালাম উনাদের, ফাযায়িলে মামদূহ হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদের, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের, হযরত আউলিয়ায়ে ক্বিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ফাযায়িল ফযীলত মুবারক সম্পর্কে বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান পবিত্রতা, ফাদ্বায়িলু সাইয়্যিদুল মুরসালীন, খতামুন নাবিইয়্যীন, নূর নবীজি উনার হাক্বীক্বত, নূরে মুজাসসাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মিরাজ শরীফ ও সিনা মুবারক চাক, মুহব্বত, আদব, হুসনেজন, তিনি শা’রে বা শরীয়ত প্রণেতা, হায়াতুন নবী, সম্মানিত সুন্নত মুবারক উনার ফযীলত ও গুরুত্ব, চিকিৎসা করা সুন্নত, মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ উনার হুকুম আহকাম, হাযির-নাযির প্রসঙ্গে, ইলমে গইব প্রসঙ্গে, পবিত্র মদীনা শরীফ উনার ফযীলত, মুজিযা শরীফ, নূর নবীজি উনার সুন্নত ব্যবসা, নূর নবীজি তিনি অন্য কোন মানুষের মতো নন, স্বপ্নযোগে উম্মতকে পথ প্রদর্শন, সাইয়্যিদুল আ’ইয়্যাদ শরীফ উনার সম্মানার্থে খরচ করার ফযীলতসহ আরো অনেক বিষয়ে আলোচনা করা হয়।

 

কোটি কণ্ঠে মীলাদ শরীফ অনুষ্ঠিত

 

আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়্যিন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক তাশরীফ উপলক্ষে রাজারবাগ শরীফ প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দ্বীনী ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে পবিত্র ঈদে মীলাদে হাবীবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পবিত্র ১২ই রবিউল আউওওয়াল শরীফ ইয়াওমুস সাবত বা শনিবার সারাদেশ থেকে আগত লাখো লাখো ভক্ত মুরিদান ও আশিকে হাবীবুল্লাহগণের বিপুল উপস্থিতিতে ‘ফাল ইয়াফরাহু শরীফ প্রকাশার্থে প্রদক্ষিণ, কোটি কণ্ঠে মীলাদ শরীফ, আলোচনা মাহফিল ও বিশেষ মোনাজাত শরীফ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ১২ই শরীফ তারিখে পবিত্র ঈদে মীলাদে হাবীবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞাকে উচ্চ আদালতের মাধ্যমে স্থগিত করে রাজধানী ঢাকায় ১২ই শরীফ উনার দিনে একমাত্র রাজারবাগ দরবার শরীফ উনার পক্ষ থেকে শত শত গাড়ীর বহর নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশাল ফাল ইয়াফরাহু শরীফ উপলক্ষে প্রদক্ষিণ অনুষ্ঠিত হয়। সকাল ৬.৪৫ মিনিটে দরবার শরীফ প্রাঙ্গন থেকে ঢাকা মহানগরে বিশাল ‘ফাল ইয়াফরাহু শরীফ উপলক্ষে প্রদক্ষিণ’ বের হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে আগত লাখো ভক্ত, মুরীদ ও দ্বীনদ্বার মুসলমান এই ‘ফাল ইয়াফরাহু শরীফ উপলক্ষে প্রদক্ষিণ’-এ অংশ নেন। শত শত গাড়ির বিশাল বহর রাজধানীর সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে রাজারবাগ শরীফ প্রাঙ্গনে ‘কোটি কণ্ঠে মীলাদ শরীফ’ অনুষ্ঠানে মিলিত হন।

‘কোটি কণ্ঠে মীলাদ শরীফ’ অনুষ্ঠান অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে একযোগে সম্প্রচার করা হয়। এতে দেশ বিদেশ থেকে লাখো কোটি ভক্ত, মুরীদ ও দ্বীনদ্বার মুসলমান অংশগ্রহণ করেন। যা একসাথে কোটি কণ্ঠের ফাল ইয়াফরাহু শরীফ মাহফিলে পরিণত হয়। মীলাদ শরীফ শেষে উম্মাতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য রহমত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পূর্বে বিশাল জমায়েতের উদ্দেশ্যে পবিত্র ঈদে মীলাদে হাবীবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও পবিত্র মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ উনাদের কেউ বিদয়াত প্রমাণ করতে পারলে তাকে বা তাদেরকে ১০০ কোটি টাকার প্রকাশ্য চ্যালেঞ্জ ঘোষণা করা হয়। ‘কোটি কণ্ঠে মীলাদ শরীফ’ অনুষ্ঠানে শরীক হতে পেরে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিশেষ রহমত, বরকত লাভের মাধ্যমে বিশেষ নিয়ামতপূর্ণ সকল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। সুবহানাল্লাহ!

উল্লেখ্য সাইয়্যিদুশ শুহুর পবিত্র রবীউল আউয়াল শরীফ মাসে রাজারবাগ শরীফ উনার মধ্যে বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল ছাড়াও আইয়্যামুল্লাহ শরীফ বা অন্যান্য বিশেষ দিবস মুবারক উপলক্ষে মুবারক পৃষ্ঠপোষকতায় অনেক বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়।

১ রবীউল আউওয়াল শরীফ: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হিজরত মুবারক দিবস।

২ রবীউল আউওয়াল শরীফ: ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৩ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতুনা আন নূরুছ ছালীছা আলাইহাস সালাম উনার আজিমুশ্বান নিসবাতুল আযীম মুবারক দিবস।

আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, নাশিরুল কুরআন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৪ রবীউল আউওয়াল শরীফ: ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ আলাইহিস সালাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৫ রবীউল আউওয়াল শরীফ: উম্মু রসূলিনা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৭ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতুন নিসা, ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, হাবীবাতুল্লাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্রতম বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৮ রবীউল আউওয়াল শরীফ: ক) ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

খ) সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী ‘আশার আলাইহিস সালাম উনার বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১০ রবীউল আউওয়াল শরীফ: ক) উম্মু রসূলিনা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনাদের পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ দিবস। (খ) সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী ‘আশার আলাইহিস সালাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১১ রবীউল আউয়াল শরীফ: ফখরুল উলামা, ইমামুছ ছরফ ওয়ান নাহূ, সুলতানুল আরেফিন, আওলাদে রসূল হযরতুল আল্লামা সাইয়্যিদুনা হযরত নানা হুযুর ক্বিবলা আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১২ রবীউল আউওয়াল শরীফ: (ক).সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদে হাবীবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (খ). হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার পবিত্রতম বিলাদত শরীফ দিবস। এবং (গ). ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ আলাইহিস সালাম উনার বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১৩ রবীউল আউওয়াল শরীফ:

(ক) আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফতী শান মুবারক প্রকাশ দিবস।

(খ) ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১৪ই রবীউল আউওয়াল শরীফ: উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১৭ রবীউল আউওয়াল শরীফ:

(ক) সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস আলাইহিস সালাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ (সন- ৯৬ হিজরী, বার- ইছনাইনিল আযীম শরীফ)।

(খ) নকশায়ে হায়দার, কুতুবুল আলম, আওলাদে রসূল, হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম উনার সম্মানিত পিতাজান উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

একইভাবে মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় ছাত্রী ও মহিলা আনজুমান উনাদের উদ্যোগে দুপুর ১২টা থেকে প্রতিদিন ও প্রতিনিয়ত ‘ফাল ইয়াফরাহু’ মাহফিলসহ অন্যান্য সমস্ত মাহফিলই অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ নেন, সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ইমামাতুস সিদ্দীকা, যাওজাতু মুজাদ্দিদে আ’যম, উম্মুল উম্মাহাত, আফদ্বালুন নিসা বা’দাল আম্বিয়ায়ি ওয়া উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, যামানার উম্মুল মু’মিনীন, আওলাদে রসূল, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযুবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হূযুর ক্বিবলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!

সুমহান এসব দিবস মুবারক উপলক্ষে আজীমুশ্বান ওয়াজ শরীফ, সামা শরীফ প্রতিযোগীতা, মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ, বিশেষ মক্ববুল দোয়া-মুনাজাত শরীফ ও দৈনিক আল ইহসান শরীফ উনার বিশেষ সংখ্যা, বিশেষ কিতাব মুবারক প্রকাশ করা হয়।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমান আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ