আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ২৬১তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত শরীফ প্রতিবেদন : যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র যাকাত সম্মানিত দ্বীন ইসলাম উনার ৫টি স্তম্ভের ৩য় বা মধ্যবর্তী স্তম্ভ। পবিত্র যাকাত সঠিকভাবে আদায় এবং হক্ব স্থানে পৌছাতে হবে। ধর্মব্যবসায়ীদের মাদরাসা বা অন্য বদ আক্বীদা ও আমল যুক্ত কোন প্রতিষ্ঠানে যাকাত দিলে পবিত্র যাকাত আদায় হবেনা। যা মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ তথা মুবারক সন্তুষ্টি উনার কারণ। কেননা মহান আল্লাহ পাক তিনি পবিত্র  কালামুল্লাহ শরীফ উনার মধ্যে নির্দেশ মুবারক করেন, “তোমরা পাপকাজে পরস্পরকে সাহায্য করো না।”

মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, পত্রিকার রিপোর্টে পাওয়া যায়, জামাতী, খারিজী মাদরাসা, জাকির নায়েক ওরফে কাফির নায়েক, কোয়াণ্টাম ফাউন্ডেশন, আনজুমানে মুফিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানারে কোটি কোটি টাকা যাকাত আদায় করে। যা মূলতঃ তাদের নিজস্ব মতবাদ তথা বদ আক্বীদা, বদ আমল প্রতিষ্ঠার পাশাপাশি সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার কাজে ব্যয় করে। এমনকি উপজাতিসহ বিভিন্ন বিধর্মীদেরও পবিত্র যাকাত উনার টাকা প্রদান করে। নাউযুবিল্লাহ! অথচ এসব কাজে পবিত্র যাকাত উনার টাকা ব্যয় করা কাট্টা হারাম ও কুফরী। এদেরকে পবিত্র যাকাত দিলে তা কখনো আদায় হবেনা।

মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র যাকাত দেয়ার সর্বোত্তম ও সন্দেহমুক্ত একমাত্র স্থান হচ্ছে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা, ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিং। কারণ এ মাদরাসায় ইলমে ফিক্বাহ উনার পাশাপাশি ইলমে তাছাউফ শিক্ষা বাধ্যতামূলক, শরয়ী পর্দার সাথে সম্পূর্ণ পৃথক বালক ও বালিকাদের শিক্ষার ব্যবস্থা। এ প্রতিষ্ঠানের শর্ত হচ্ছে শিক্ষার্থীদের অবশ্যই- সম্মানিত দ্বীন ইসলাম উনার নামে অনৈসলামিক কর্মকান্ড যেমন, ইসলাম উনার নামে দলাদলি, ভোট, নির্বাচন, মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজী, হরতাল, লংমার্চ, কুশপুত্তলিকা দাহ ইত্যাদি হারাম ও কুফরীমূলক কাজ থেকে মুক্ত থাকা। সর্বোপরি শর্ত হচ্ছে, আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদা ভিত্তিক পবিত্র কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা শরীফ এবং ক্বিয়াস শরীফ উনাদের আলোকে পরিচালিত হওয়া। যা অন্য কোথাও দেখা যায়না।

তাই প্রত্যেক আনজুমান আমীলগণের দায়িত্ব-কর্তব্য হলো, মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা, ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিংয়ে পবিত্র যাকাত, কাফফারা, মান্নত ইত্যাদি দেয়া এবং সংগ্রহ করে পৌছানো। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে পবিত্র যাকাত দেয়া যাবেনা সেসব প্রতিষ্ঠানে পবিত্র যাকাত না দিতে পবিত্র যাকাত দাতাদের সতর্ক করা।

মাহফিল সংবাদ

আহলান সাহলান!

হযরত সাইয়্যিদাতুল উমাম শাহ নাওয়াসী আর রবিয়াহ আলাইহাস সালাম!

৩রা রজবুল হারাম শরীফ ছিলো রাইহানাতু মুর্শিদিনা, হাবীবাতুল্লাহ, ত্বাহিরাহ, ত্বইয়্যিবাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুল উমাম শাহ নাওয়াসী র্আ রাবিয়াহ ক্বিবলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস। তথা হাক্বীক্বী সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ দিবস।

অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল

খ্বলীফাতুল্লাহ, খ্বলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার কর্তৃক জারীকৃত পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন অনন্তকালব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল প্রতিদিন বাদ মাগরিব হতে রাজারবাগ শরীফ পবিত্র সুন্নতী জামে মসজিদে প্রতিদিন ও প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে। অনন্তকালব্যাপী জারীকৃত পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিলসহ আরো অনেক মাহফিল অনুষ্ঠিত হয়।

২০ জুমাদাল উখরা শরীফ : সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাতি, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মুল ইমামাইনিল হুমামাইন, সাইয়্যিদাহ, ত্বাহিরাহ, ত্বইয়্যিবাহ, যাকিয়াহ, রদ্বিয়াহ, মারদ্বিয়াহ, বতূল, উম্মু আবীহা বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আন নূরুর রাবিয়াহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস।

২১ জুমাদাল উখরা শরীফ : সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, খইরু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র ও বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।

২২ জুমাদাল উখরা শরীফ: খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া,  খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিছালী শান মুবারক প্রকাশ দিবস। * খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র খিলাফত মুবারক গ্রহণ দিবস।

* রজবুল হারাম মাসের ১ম জুমুয়ার রাত তথা মহিমান্বিত ‘লাইলাতুর রগায়িব’ শরীফ।

১ রজবুল হারাম শরীফ : * ইমামুল মুত্তাক্বীন, মালিকুল জান্নাহ, আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদাতুল উম্মাহাত, উম্মুল কায়িনাত, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, হাবীবাতুল্লাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনার সুমহান বরকতময় আযীমুশ শান নিসবাতুল আযীম শরীফ দিবস।

* পবিত্র পহেলা রজবুল হারাম শরীফ তথা দোয়া কবুলের রাত।

২ রজবুল হারাম শরীফ :* ইমামুল মুত্তাক্বীন, মালিকুল জান্নাহ, আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস এবং

* ইবনু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

৬ রজবুল হারাম শরীফ : কুতুবুল মাশায়িখ, সুলত্বানুল হিন্দ, খাজায়ে খাজেগাঁ, গরীবে নেওয়াজ, হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী রহমতুল্লাহি আলাইহি উনার সুমহান বিছালী শান মুবারক প্রকাশ দিবস। ১৩ রজবুল হারাম শরীফ: আসাদুল্লাহিল গালিব, হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহ ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ  দিবস। ১৪ রজবুল হারাম শরীফ: সুলত্বানুল মাশায়িখ, ইমামুল মুহসিনীন, ইমামুল মুত্তাক্বীন, ইমামুছ ছিদ্দীক্বীন, ফখরুল আরিফীন, মুস্তাজাবুদ দাওয়াত, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস আলাইহিস সালাম উনার সুমহান বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং কুতুবুল মাশায়িখ, সুলত্বানুল হিন্দ, খাজায়ে খাজেগাঁ, গরীবে নেওয়াজ, হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদতি শান মুবারক প্রকাশ দিবস।

২৭ রজবুল হারাম শরীফ: পবিত্র লাইলাতুল মি’রাজ শরীফ। এবং লাইলাতুর রাগায়িবে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, মুজাদ্দিদ আ’যম হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম।

এসব মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ রাখেন, খ¦লীফাতুল্লাহ, খ¦লীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

উপরোক্ত বিশেষ দিবসসমূহে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও খাছ শরয়ী পর্দার সাথে মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় বাদ জোহর বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিশেষ মাহফিলসমূহে প্রধান অতিথি হিসেবে তাশরীফ মুবারক রাখেন, সাইয়্যিদাতুন নিসা, আফযালুন নিসা, ইমামাতুছ ছিদ্দীক্বা, নুরে জাহান, আল মাবরুরা, আল মাহযূবা, আল ক্বারীবা ওয়াল মুক্বাররিবা, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযুর ক্বিবলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! এসব আজিমুশ্শান মাহফিল উপলক্ষে প্রতিদিনই বিশেষ মক্ববুল দোয়া-মুনাজাত শরীফ বাদ সকলের জন্য বিশেষ তাবারুক মুবারক বণ্টন করা হয়।

এছাড়া বিশেষ করে মহিলাদের জন্য প্রতিদিনই উনার মুবারক পৃষ্ঠপোষকতায় বিকাল ০৩:৩০ মিনিট হতে ফালইয়াফরহূ মাহফিল অনুষ্ঠিত হয়।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমান আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ