আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ২০৪তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে শুধুমাত্র তারাই খুশি প্রকাশ, খরচ এবং মীলাদ শরীফ ও ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারে যারা খালিছ ঈমানদার এবং মুসলমান। যাদের অন্তরে আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি মুহব্বত রয়েছে। আর যারা এ মহান দিনের বিরোধিতা করে থাকে তারা মুসলমান তো নয়ই বরং তারা উলামায়ে ‘ছূ’ এবং ইসলাম বিদ্বেষী, মুসলমানের ছদ্মবেশধারী কাফির, মুশরিক, ইহুদী, নাছারা বেদ্বীন।ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম, হাবীবে আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুজাদ্দিদে আ’যম মুদ্দা জিল্লুহুল আলী ৪৫ দিনব্যাপী আয়োজিত সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিলে মুবারক বয়ানে এসব কথা বলেন।উল্লেখ্য, ১৩ই সফর থেকে ৩০ রবীউল আউয়াল শরীফ পর্যন্ত ৪৫ দিনব্যাপী আজিমুশ্বান ওয়াজ শরীফ, মীলাদ শরীফ, প্রতিযোগিতা ও সামা শরীফ অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে অসংখ্য অগণিত ভক্ত-অনুরক্ত, আশিকীন-যাকিরীন, মুরীদ-মু’তাক্বিদ, মুহিব্বীন অংশগ্রহণ করে খাছ ফয়েজ-তাওয়াজ্জুহ ও রূহানী শক্তি হাছিল করেন।স্মর্তব্য, গত ১১ই রবীউছ ছানী ফাতিহায়ে ইয়াযদাহম এবং ১৯শে রবীউছ ছানী শরীফ সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, নিবরাসাতুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ছানী ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলী উনার পবিত্র আযিমী বিলাদত শরীফ উপলক্ষে রাজারবাগ দরবার শরীফ-এ আজিমুশ্বান সামা শরীফ, মীলাদ শরীফ, ওয়াজ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আনজুমান আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ