জামাতীদেরকে জঙ্গিরা কখনও টার্গেট করেনি। জঙ্গিরা মূলতঃ জামাতীদেরই জাত ভাই

সংখ্যা: ১৮৫তম সংখ্যা | বিভাগ:

“দক্ষিণ এশিয়া টাস্কফোর্স’ বিষয়ে সম্প্রতি পত্র-পত্রিকায় বেশ লেখালেখি চলছে।

এসব লেখার একটাই মূলকথা, তা হলো- জঙ্গি দমন।

গত ০৮.০২.০৯ তারিখের ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রধানমন্ত্রীর প্রতিও জঙ্গি হামলার আশঙ্কাকেই প্রধান লীড করা হয়েছে।

বলাবাহুল্য, বর্তমান প্রধানমন্ত্রী এর আগেও জঙ্গি হামলার শিকার  হয়েছিলেন।

তাতে করে একটি জিনিসই প্রমাণিত ও প্রতিভাত হয়েছে যে,

এর পেছনে মূলতঃ জামাত-জোটেরই  বিশেষ সম্পৃক্ততা রয়েছে।

বিএনপি প্রকাশ্যেই ঘোষণা করেছিলো যে, জামাত তাদের সহোদর ভাই।

অপরদিকে জামাত প্রকাশ্যে স্বীকার না করলেও জঙ্গিরা যে জামাতীদের জাত ভাই তা বলার অপেক্ষা রাখে না।

তাই দেখা গেছে, কোন জঙ্গি কখনও জামাতীদের কাউকে টার্গেট করেনি। পাশাপাশি ’৭১-এর খুন, ধর্ষণ, লুটপাট করা

স্বাধীনতা পরবর্তী সময়ে হাত-পায়ের রগকাটাসহ

২৮শে অক্টোবর, বৃষ্টির মত গুলি বর্ষণ

মূলতঃ জামাতীদেরকে জঙ্গিদের জাতভাই রূপেই প্রমাণ করে।

এছাড়া পত্র-পত্রিকার রিপোর্টেও প্রমাণ হয়েছে যে, জঙ্গিদের ষাট ভাগই জামাতীদের প্রডাক্ট।

উল্লেখ্য, হাজার বছরের ইসলামের ঐতিহ্যবাহী এদেশ।

কিন্তু এদেশে কখনও জঙ্গি ছিলো না।

অথচ এদেশের মানুষই অনেক বেশি ইসলাম প্রিয় এবং ইসলাম পালনকারী।

কাজেই দেখা যাচ্ছে, যারা জঙ্গি হয়েছে তারা মূলতঃ কেউ ইসলামের লোক নয়।

পাশাপাশি এও চরম সত্য যে, ইসলামের মর্যাদা ক্ষুন্ন করার জন্য মুসলমানদের দেশ ও সম্পদ লুন্ঠনের জন্য বিদেশী মদদেই

মুসলমান নামধারীদেরকেই জঙ্গি বানিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এখন তারাই আবার রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।

যেমনটি তারাই এদেশে মাদক ঢুকিয়েছে। আবার তারাই মাদকাশক্তি নিরাময় কেন্দ্র খুলছে।

সঙ্গতকারণেই জঙ্গিবাদের সম্পৃক্ত সাম্রাজ্যবাদী এবং ধর্মব্যবসায়ী দু’টো দলকেই আমাদের নির্মূল করতে হবে।

‘ইসলাম কখনো জঙ্গিবাদ সমর্থন করে না’- এর সর্বাত্মক প্রচার ঘটাতে হবে।

ধর্মব্যবসায়ী, রাজাকার, মওদুদী দেওবন্দী, খারিজী জঙ্গি মনোভাবাপন্ন সবাইকে নিষ্ক্রিয়  ও নির্মূল করতে হবে।

মহান আল্লাহ পাক কবুল করুন। (আমীন)

মুহম্মদ ওয়ালীউল্লাহ

 

 

 শুধু আজকের প্রেক্ষাপটে নয়, অতীত ইতিহাস হতেই ইহুদী-খ্রীষ্টানরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মুসলিম সন্ত্রাসবাদ নয়, মার্কিন হামলার পিছনে কি ইহুদী-খ্রীষ্টানরাই দায়ী নয়? -২২  

ইরাকের মীরজাফর সাদ্দাম  রাশিয়ার বেলারুশ যেতে চায় কেন?    

চট্টলার বহুল প্রচলিত দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ্যে আঞ্জুমানে আল বাইয়্যিনাতের কাছে ক্ষমা চেয়ে তারা রক্ষা পেলো ॥

প্রসঙ্গঃ ছবি, অশ্লীল ছবি ইনকিলাব ও হাটহাজারীর আহমক শাফী উপাখ্যান

শুধু আজকের প্রেক্ষাপটে নয়, অতীত ইতিহাস হতেই ইহুদী-খ্রীষ্টানরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মুসলিম সন্ত্রাসবাদ নয়, মার্কিন হামলার পিছনে কি ইহুদী-খ্রীষ্টানরাই দায়ী নয়? -২৩