পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ-এর সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম-৮ উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

সংখ্যা: ২১৮তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

সুন্নত পালনে সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক শৈশব ও কৈশোর থেকেই পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

কাজেই মুজাদ্দিদে মাদারজাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ছাহিবু সুলত্বানিন নাছীর, সুলত্বানুল আউলিয়া ওয়াল মাশায়িখ, হুজ্জাতুল ইসলাম, কুতুবুল আলম, ক্বইয়্যূমুয যামান, ইমামুল আইম্মাহ, আল জাব্বারিউল আউয়াল, আল ক্ববিউল আউয়াল, আস সাফ্ফাহ, আওলাদুর রসূল, ইমাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত পিতা-মাতা উনাদের তাক্বওয়া, শরয়ী পর্দা পালনের অভ্যস্ততা, সুন্নত পালনের একনিষ্ঠতা কোন পর্যায়ের হবে, তা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি মুজাদ্দিদে মাদারজাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম। ওলীয়ে মাদারজাদ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ক্বায়িম মাক্বামে হযরত মা আমিনা আলাইহাস সালাম, ছাহিবাতুল মুকাররমা লী আবী মুজাদ্দিদিল আ’যম, আওলাদুর রসূল সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক বিলাদত শরীফ থেকে বিছাল শরীফ পর্যন্ত এবং বিছাল শরীফ-এর পর মাযার শরীফ-এ রাখা পর্যন্ত শরয়ী পর্দা পালনের অনন্য নজির দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না।

একজন মাহবূব ওলীআল্লাহ তিনি উনার বিলাদত শরীফ সূত্রেই ওলীআল্লাহ। মুহব্বত-মা’রিফাত, তায়াল্লুক-নিসবত, ইলিম-সমঝ তাক্বওয়া অবলম্বন, শরয়ী পর্দা পালন এবং দায়িমীভাবে সুন্নত অনুশীলন একজন সূক্ষ্মদর্শী ওলীআল্লাহ উনার সহজাত বৈশিষ্ট্যগুণ। মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং হবীবু রব্বিল আলামীন, ছাহিবু মাক্বামিল আ’লা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের কর্তৃক পূর্ব থেকেই ধার্যকৃত এসব নিয়ামত রাজি পর্যায়ক্রমিক  আনুষ্ঠানিকতার মাধ্যমে উদ্দিষ্ট ওলীআল্লাহ উনার মাঝে প্রকাশ ও বিকাশ লাভ করে। ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি উনার মুজাদ্দিদ আ’যম পুত্র, পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারজাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমাম ঢাকা রাজারবাগ শরীফ-এর সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে মুবারক রেহেম শরীফ-এ ধারণ করেছেন, পরম মমতায় লালন-পালন করেছেন, উনার মুজাদ্দিয়াতের আনুষ্ঠানিক ভিত্তি নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ! কাজেই উনার বুযূর্গী, সম্মান, তাক্বওয়া, ইলমের গভীরতা, সুন্নত পালনের দায়িমী নিষ্ঠা এবং শরয়ী পর্দা পালনের অভ্যস্ততা কোন মাত্রার হবে, তা বলার অপেক্ষা রাখে না। শুধু বর্ণনার আনুষ্ঠানিকতার জন্য এ বর্ণনা। নইলে এসবের উল্লেখ নিষ্প্রয়োজন।

মুবারক শৈশব থেকেই মন ও মননে প্রচ্ছন্নভাবে মিশে থাকা সীমাহীন ইলিম-এর নির্যাস এবং পরবর্তীকালে ইলিম-এর ব্যাপ্তি সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক স্বভাব-সঞ্জাত বৈশিষ্ট্যগুণ। ইলমে লাদুন্নীর অবারিত সংযোগে উনার যাহির, বাতিন, ইহকাল ও পরকাল একাকার। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ আওলাদ হিসেবে উনার প্রতি সীমাহীন মুহব্বত-মা’রিফাত, তায়াল্লুক-নিসবত, দায়িমী নৈকট্য সংযোগের অবিচ্ছিন্ন আকর্ষণ এবং পর্দা ও সুন্নত পালনের প্রতি একনিষ্ঠতা তখন থেকেই, যখন তিনি বয়স মুবারকে একান্তই ছোট। সমগ্র দুনিয়াব্যাপী হিদায়েত, নছীহত এবং দুর্বার তাজদীদ বিস্তার ও বাস্তবায়নে যে মুহব্বত, মা’রিফাত, ইলিম, সমঝ, তাক্বওয়া, ইস্তিক্বামত, নিগূঢ় নৈকট্য-সংযোগ, সুন্নতের প্রতি মুহব্বত ও অনুশীলন এবং পর্দা পালনের অভ্যস্ততা প্রয়োজন, ওলীয়ে মাদারজাদ, আওলাদুর রসূল, ক্বায়িম মাক্বামে হযরত আমিনা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাহ দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি সামগ্রিকভাবে সেসবের শীর্ষতম মাক্বামে অধিষ্ঠিতা ছিলেন। সুবহানাল্লাহ!

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১২৮

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১২৯

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১৩০

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩১

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফদ্বালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩২