গত সংখ্যায় এই কলামে বলা হয়েছিল “১৭শ’ বছর সারা পৃথিবী রাজত্বকারী, খোদা দাবীকারী নমরূদকে শেষ করে দিতে মহান আল্লাহ পাক-এর একটা আদনা কানা-খোড়া মশাও ব্যায় হলো না। (সুবহানাল্লাহ) …..।”
তদ্রুপ মুসলমানরা যে আল্লাহ পাককে মানেন, সে আল্লাহ পাক যে নিমিষে তাদের সব মিথ্যা গর্ব আর হুমকি কিভাবে ধূলায় ধূসারিত করে দিতে পারেন; গত ২৯ আগস্ট-২০০৫ ঈসায়ী আঘাত হানা হ্যারিকেন ক্যাটারিনা এবং গত ২৪ সেপ্টেম্বর-২০০৫ ঈসায়ী আঘাত হানা হ্যারিকেন রিটা তার নগন্য উদাহরণ মাত্র।
উল্লেখ্য, হারিকেন ক্যাটরিনা ও রিটা নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরো লিখা হবে। তবে এরই মধ্যে আমেরিকায় আঘাত হেনেছে আরো কয়েকটি হ্যারিকেন এমনকি দাবানলের মত গযব। আর অতি সম্প্রতি (গত ২৫শে অক্টোবর) হ্যারিকেন উইলমা।
প্রসঙ্গতঃ এ সংখ্যায় হ্যারিকেন উইলমা সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হলো-
উইলমার আঘাতে ১ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি
ব্লুমবার্গ অনলাইন, এপিঃ উইলমার আঘাতে ফ্লোরিডায় আনুমানিক ১ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সোমবার হারিকেন উইলমা আঘাত হানায় কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছে। ফ্লোরিডার ৩০ লাখ ২০ হাজার গৃহ ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের পাশাপাশি প্রায় ১০ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে এই হারিকেনের প্রভাবে। বিবিসি, এএফপি।
ঘণ্টায় ১২৫ মাইলবেগে ক্যাটাগরি তিন পর্যায়ের হারিকেন উইলমা সোমবার ফ্লোডিয়ার নেপলসের কাছে উপকূলে আঘাত হানে এরপর ক্যাটাগরি দুইয়ে প্রশমিত হয়ে হারিকেনটি আটলান্টিপক উপকুলের দিকে সরে যায়।
ফ্লোরিডার ৩০ লাখ ২০ হাজারেরও বেশি গৃহ ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে এবং ৬০ লাখেরও বেশি মানুষের ওপর এই হারিকেন তার ক্ষতিকর প্রভাব রেখেছে।
যুক্তরাষ্ট্রের সর্ব দক্ষিণ এলাকা কি ওয়েস্টের পুলিশ প্রধান বিল মলডিন বলেছেন, এ অঞ্চলে বিগত ২৫ বা ৩০ বছর ধরে বসবাসকারী অনেক মানুষই গত ২৪ ঘন্টায় আলাপে বলেছে, এ পর্যন্ত তাদের দেখা সবচেয়ে মারাত্মক ঝর এটি। অন্যদিকে সোমা প্রধান পলিনসন বলেন, উইলমার থেকে বাঁচতে দেশজুড়ে ১২৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া রোববার উইলমা মেন্দ্রিসায় আঘাত হানার পর পুলিশ এখন সেখানে লুটপাটকারীদের নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েছে।
-মুহম্মদ ওয়ালীউর রহমান, ঢাকা।
একই অঙ্গে বহু রূপে সজ্জিত স, আ, ত, ম আলাউদ্দিনের বিকৃত রুচি সম্পন্ন লিখার প্রতিবাদে
“মাসিক আল বাইয়্যিনাত” আহ্লে সুন্নত ওয়াল জামায়াতের মুখপত্র (দ্বিতীয় পর্ব)
ইলমে আকলিয়ার দৈন্য এবং বিলায়েতের অনুপস্থিতির কারণে প্রকৃত আলিমে দ্বীন তৈরি হচ্ছে না।