সম্মানিত যিলহজ্জ শরীফ ও মুহররম শরীফ মাস এবং উনাদের প্রাসঙ্গিক আলোচনা

সংখ্যা: ২৬৩তম সংখ্যা | বিভাগ:

-আল্লামা মুফতী সাইয়্যিদ শুয়াইব আহমদ

যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ও উনার যিনি শ্রেষ্ঠতম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ঘোষণাকৃত চারটি হারাম বা সম্মানিত মাসসমূহের মধ্যে প্রণিধানযোগ্য সম্মানিত মাস যথাক্রমে পবিত্র যিলহজ্জ শরীফ ও মুহররম শরীফ। সুবহানাল্লাহ!

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, মহান আল্লাহ পাক উনার নিকট সম্মানিত যিলহজ্জ শরীফ মাস উনার প্রথম দশ দিনের ইবাদত অপেক্ষা প্রিয় আর কোনো  দিনের ইবাদত নেই। সুবহানাল্লাহ! উক্ত প্রতি দিনের রোযা এক বছরের রোযার সমতুল্য আর প্রত্যেক রাতের ইবাদত পবিত্র শবে ক্বদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ!

এছাড়া শুধু ৯ তারিখ সম্মানিত আরাফাহ উনার দিনে রোযা রাখলে পূর্বের একবছর এবং পরের একবছরের গুনাহখতা ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ!

আর ১০ই যিলহজ্জ শরীফ হচ্ছে ইয়াওমুন নহর অর্থাৎ কুরবানীর দিন। উক্ত রাতে সজাগ থেকে যারা ইবাদত করবে, হাশরের দিন কেবল তাদেরই অন্তর ইতমিনান থাকবে এবং তাদের সমস্ত নেক দুআ ও নেক আরজু কবুল করা হবে। আর উক্ত দিনে যারা কুরবানী করবে, কুরবানীর পশুর রক্ত যমীনে পড়ার পূর্বেই তাদের গুনাহখতা ক্ষমা করা হবে এবং কুরবানীর পশুর গোশ্ত, হাড্ডি, খুর, পশম ইত্যাদির বিনিময়ে মর্যাদা বৃদ্ধি করা হবে এবং জান্নাতে বহু নাজ-নিয়ামত প্রদান করা হবে। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, ক্বিয়ামতের দিন কুরবানীর পশুগুলি তাদের জন্য পুলছিরাত পার হওয়ার বাহন হবে। সুবহানাল্লাহ!

উল্লেখ্য, সম্মানিত যিলহজ্জ শরীফ মাস উনার বিশেষভাবে স্মরণযোগ্য দিন হচ্ছে ২, ১৪, ১৮, ২৫ ও ২৭ তারিখসমূহ। সুবহানাল্লাহ! প্রকাশ থাকে যে, ২ যিলহজ্জ শরীফ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন খইরুল আবনা, ইবনু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রাবি’ আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

আর পবিত্র ১৪ যিলহজ্জ শরীফ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন সিবত্বতু মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল হযরত সাইয়্যিদাতুল উমাম আছ ছালিছাহ আলাইহাস সালাম তিনি।

১৮ যিলহজ্জ শরীফ হচ্ছে খুলাফায়ে রাশিদার তৃতীয় খলীফা, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশের দিন।  সুবহানাল্লাহ!

২৫ যিলহজ্জ শরীফ ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক গ্রহণের দিন। সুবহানাল্লাহ!

২৭ যিলহজ্জ শরীফ খুলাফায়ে রাশিদার দ্বিতীয় ব্যক্তিত্ব, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশের দিন। সুবহানাল্লাহ!

অনুরূপভাবে সম্মানিত মুর্হরমুল হারাম শরীফ মাসও অত্যধিক ফযীলতপূর্ণ। এ সম্মানিত মাস উনার বুযুর্গী সম্মান বর্ণনার অপেক্ষা রাখে না। বর্ণিত রয়েছে, এ সম্মানিত মাস এবং উনার মধ্যে অবস্থিত আশূরা শরীফ দিবসকে যে ব্যক্তি সম্মান করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে জাহান্নাম থেকে পানাহ দান করে এবং সম্মানিত জান্নাত দান করে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ!

আশূরা শরীফ উপলক্ষে ৯ ও ১০ অথবা ১০ ও ১১ তারিখ রোযা রাখা সম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, সম্মানিত আশূরা শরীফ দিবসে যারা রোযা রাখবে, মহান আল্লাহ পাক তিনি তাদের বিগত বছরের গুনাহখতা ক্ষমা করে দিবেন। আর উক্ত দিনে কোন রোযাদারকে যে ইফতার করাবে, সে সমস্ত উম্মতকে ইফতার করানোর ফযীলত লাভ করবে। সুবহানাল্লাহ!

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, যে ব্যক্তি আশূরা শরীফ উনার দিনে তার পরিবারবর্গকে ভালো খাওয়াবে-পরাবে, মহান আল্লাহ পাক তিনি তাকে সারা বৎসর সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ!

উল্লেখ্য, সম্মানিত আশূরা শরীফ এবং অন্যান্য বিশেষ দিনসমূহ হচ্ছে ১, ২, ৮ ও ২৫ তারিখ।

উক্ত পহেলা তারিখ আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি সম্মানিত খিলাফত মুবারক উনার মহান দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় বারো বৎসর ন্যায়-নিষ্ঠার সাথে উক্ত দায়িত্ব মুবারক পালন করেন। সুবহানাল্লাহ!

আর সম্মানিত ২ তারিখ বিছালী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদুল আবা, আবূ রসূলিল্লাহ, মালিকুল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!

৮ তারিখ বিছালী শান মুবারক প্রকাশ করেন খইরুল বানাত, বিনতু রসূলিল্লাহ, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম।

আর পবিত্র ১০ তারিখ শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদে কারবালা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।

আর পবিত্র ২৫ তারিখ শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন ইমামুর রাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত যাইনুল আবিদীন আলাইহিস সালাম।

অতএব, উম্মতের প্রতি দায়িত্ব-কর্তব্য হচ্ছে, উক্ত বিশেষ দিনসমূহ পালন করা। কেননা উক্ত দিনসমূহ পালন করার জন্য পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে নির্দেশ মুবারক করা হয়েছে এবং তা পালনে রহমত, নিয়ামত, নাজাত ও সন্তুষ্টি মুবারক নিহিত রয়েছে। সুবহানাল্লাহ!

 

মাহে যিলহজ্জ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে মুহররমুল হারাম ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রবীউল আউয়াল শরীফ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রবীউছ ছানী ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে জুমাদাল উখরা ও তার প্রাসঙ্গিক আলোচনা