হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মকবুলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ রহেন উজ্জ্বলে-১৬৮

সংখ্যা: ২৮৫তম সংখ্যা | বিভাগ:

শাহী ইমদাদ,

সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, ঈদে আকবর ঈদে মীলাদ শরীফ।

উহা খোদায়ী খাছ মাখলূক্বী খায়ের, আল্লাহ উনার দান,

বেমিছাল শানে ত্বলায়াল, আফজাল আর বালাগালে রহমান।

 

শানে আহাদ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, প্রকাশ্যে কায়িনাত,

স্বয়ং খ¦ালিকে খবীর, হলেন যাহীর, কুদরতে ছদাক্বাত।

করছি শুকরে খোদা শুকরে হাবীব দায়িমান বেশুমার,

ওই নিসবতে আলিম মোরা মুসলিম রহি সুন্নতে আযহার।

 

হেরি সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ রহি গদগদে তামাম মাখল্ক্বূাত,

শুধু ইবলীস তার চেলাদের সহ হিংসাতে উৎখাত।

শুধু শয়তান রহে হয়রান, অবিরাম হায় করে বিলাপ,

শুধু কাফিরান রহেই বিরান করে অপমানে শোকালাপ।

 

তাই পৃথিবী জুড়েই তাগুত পুজারী ধ্বংসিতে অবিরাম,

করেই উক্তি প্রয়োগে শক্তি দিতে সবে আঞ্জাম।

ফের খোদাদ্রোহীরা এক হয়ে তারা, বিদায় করতে চায়,

করতে বরবাদ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, কায়িনাত হতে হায়।

 

ঈদে আকবর, ঈদে আ’যম, ঈদে হাবীবী, ঈদে মীলাদ শরীফ,

কেবল উহা পালনেই, পাপি তাপি সবেই, পেলো আযাদ।

ওই শির আছড়ায়, কাঁদে হায় হায়, বিলকুল শয়তান,

তাই মরদুদ ভাবে, মজবুত ভবে, মারতে মুসলমান।

 

তার যন্ত্রণা আর গঞ্জনাগুলো অগ্নিলাভাতে মিশে,

গর্জে উঠে ধরণীর মাঠ তাগুত  করতে পিষে।

তারে করতে বরবাদ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফই একমাত্র হাতিয়ার,

জানে ভালো করে ইবলীস তাহা, উপায় খোঁজে বাঁচবার।

 

ইহুদী নাছারা ও মুশরিকদের তাগুতি কাতারে রেখে,

আনে ওলামায়ে সূ আর নাস্তিকদের আপন সুখ ও দু:খে।

 

হিন্দু বৌদ্ধ ও সমমনাদের  জড়ো করে একঘাটে,

এবার মরণ আঘাত করে বার বার মুসলিমী সব পাটে।

 

তাগুত ঘোর আধারেই রাখছে ঘিরেই, পৃথ্বি আকাশখানি,

তারা ছলে বলে ওই কুৎ কৌশলে রাখছে যে ইনসানী।

মারছে ছোবল, মিটাতে আক্বল, ক্বওমে মুসলমান,

সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনে রাখতেছে হয়রান।

 

হায় কোথা আশিকান কোথা মুমিনান পেরেশানে কাতরায়,

আহা শত সহস্র বাধার পাহাড় ঘিরে রাখে দুনিয়ায়।

দুর্বল হাক্কানী দল আশিকে রসূল গহ্বরে গুজরায়,

সহজে পঙ্গপালরুপী তাগুতী ছাগেরা মু’মিনদের দাবরায়।

 

তাগুতবাদীরা মু’মিনীন হতে নিচ্ছে কেড়েই ঈদে হাবীব,

সুন্নতকে নিস্তেনাবুদ করতে তাগুত সদা রহে উদগ্রীব।

আজ পৃথিবী কোলেই মুসলমানেরা হয়ে আছে কমজোর,

আহা অধিকাংশই নামকাওয়াস্তে মুসলমানেরা হচ্ছে হারামখোর।

 

হেরী হাবীবী হোব দূর করে দিতে মুসলিমী দিল হতে,

আহা ঈমানহারা করেই রাখবে তাগুতের ইতায়াতে।

তাইতো তাগুতী পোষ্য ছাগ উলামায়ে ‘সূ’দের দিয়ে,

ভ্রান্ত ফতওয়া করছে প্রচার, মুসলিমী গন গায়ে।

 

খ¦ালিক মালিক আল্লাহ পাক,

ওই পুরো তাগুতকে ধরণী হতে করতেই নির্বাক।

খলীফা উনার পাঠান এবার সুন্নতে দস্তুর,

করতে ঈদে হাবীবী উনার সকল প্রকার দুশমন মিনস্তুর।

 

ওই সেই সে খলীফা আসসাফফাহ রব ও রসূলী বীর,

তিনিই হাবীবী খোশ রবী আহলে বাইতি মস্তগীর।

তিনি তো রাখেন আমুলে তাগুত বিলকুল অস্থির,

তিনি রব ও রসূলী মকবুলী নূর, সুলত্বানুন নাছীর।

 

তিনি জাব্বারিউল আউওয়াল, কবিউল আউওয়াল ইমামুল উমামী পদে,

ওই রহেন দায়িমী আকরামী ত্যাজে, সাইয়্যিদী আহলাদে।

তিনি অপরাজীত বিজ্ঞ বীর, মারতে তাগুত প্রতিক্ষণ,

তিনি ছাহিবে ছমাদ নূরী আজাদ, করেন হক্ব কথা বর্ণন।

 

তিনি চৌদ্দশত তেতাল্লিশ হিজরী বারই রবীউল আউওয়ালে,

দেন সবেচেয়ে বড় মহিষ ও গরু খাসি কুরবানী উজ্জলে।

তিনি তেষট্টি দিন ব্যাপী করেন পালন ঈদে হাবীবী কায়িনাতে,

তিনি বেমিছাল জওক ও শওকে করেন উদযাপন দিপ্তীতে।

 

দিলেন তেষট্টি হাজার প্যাকেট তবারুক গণসংযোগে রাত্র দিন,

করেন আড়াই শতাধিক গাড়ির বহরে রাজধানী জুড়ে প্রদক্ষিণ।

সাইয়্যিদুল আ’ইয়াদী শরীফ ব্যানার পোস্টার লিফলেট লোগো শাহী সাজে

পুরো কায়িনাত রাখেন হাসানাত মহাগৌরবে সেই রোজে।

 

সুলত্বানুন নাছীর সুন্নী আবির আহলে বাইতি নূর হিলাল,

জানায় জুরে কায়িনাত কুলমাখলূক্বাত মামদূহকে তলায়াল।

তিনি তো রব্বী রওনকে রহেন হামিশাতে জাগুয়ার,

তিনি তো হাবীবী হায়বাতী শানে মজবুতে বেশুমার।

 

তিনি তো আবার দেন ঘোষণা আগামী বিশ্বময়,

সাইয়্যিদুল আ’ইয়াদী তোড়নে সাজাবেন রকমারী নিশ্চয়।

সাইয়্যিদুল আ’ইয়াদী শরীফ দাওয়াত খাওয়াবেন যত আছে মাখলূক্ব,

ফের তিনিই পৌঁছান খলক্বে জাহান গণগাও মুল্লুক।

 

রে কুল মাখলূক্ব লও শুনে লও সুলতানুন নাছিরী শান,

তিনি যে হলেন ইলাহী উনার সৃষ্টির মিজবান।

সেই হিসসা পেতে হলে এসো, ওরে ও মুসলমান,

হে সুলত্বানুন নাছীর দিন তাওফীক্ব মকবুলী ইহসান।

 

-বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জলুর রহমান

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৫

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৬

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৭

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৮

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৯