শুরুর কথা

সংখ্যা: ২৯৯তম সংখ্যা | বিভাগ:

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ তিনি

ইরশাদ মুবারক করেন

হে ঈমানদারগণ! তোমরা মুসলমান ছাড়া বিধর্মীদেরকে ঘনিষ্ঠ বন্ধু বা উপদেষ্টা হিসেবে গ্রহণ করোনা। কারণ, তারা তোমাদের ক্ষতি করতে কোনো ত্রুটি করেনা। তারা চায়, তোমাদের কষ্ট হোক। বিদ্বেষভাব তাদের মুখ থেকেই প্রকাশ পায় আর তাদের অন্তরে যা গোপন রয়েছে তা আরো ভয়ংকর। তোমাদের জন্য নিদর্শন বা পবিত্র আয়াত শরীফ বর্ণনা করলাম যদি তোমরা তা উপলব্ধি করো।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম

তিনি ইরশাদ মুবারক করেন

আমার উম্মতের মধ্যে উলামায়ে ‘সু’ বা ধর্ম ব্যবসায়ীদের জন্য জাহান্নাম। তারা  পবিত্র দ্বীন ইলম উনাকে ব্যবসা হিসেবে গ্রহণ করে। অতপর তারা পবিত্র ইলম উনাকে আমীর-উমরাহদের কাছে বিক্রয় করে নিজেদের ব্যক্তিগত ফায়দার জন্য। মহান আল্লাহ পাক তিনি যেন তাদের ব্যবসায় বরকত দান না করেন।

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

তিনি ইরশাদ মুবারক করেন

সমস্ত বিধর্মী এবং উলামায়ে ‘সু’ বা ধর্ম ব্যবসায়ীরা পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান উনাদের চিরশত্রু। এদের সাথে কোন সম্পর্ক রাখা যায়েজ নাই। এদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করা, এদেরকে দূরে রাখা এবং এদের থেকে দূরে থাকা পুরুষ-মহিলা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।

সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম ও ইদৈ আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, ইমামুল আ’ইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হুজ্জাহুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, ইমাম রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ক্বওল শরীফ যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারী ॥ আর কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারীরা কাফির যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারী। আর কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারীরা কাফির

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ