বছর বছর ইবাদতে, দ্বীনি তা’লীমে ও দ্বীনের প্রচার-প্রসারে লিপ্ত থাকা সত্ত্বেও
তিন ব্যক্তি চিরজাহান্নামী হলো-
১। ইবলীস- আল্লাহ পাক উনার মাত্র একটি আদেশ অমান্য করার কারণে
২। বালয়াম বিন বাউর- আল্লাহ পাক উনার নবীর বিরুদ্ধে মাত্র একবার বদদোয়া করার কারণে
৩। আবুল ফজল- আল্লাহ পাক উনার এক ওলীর বিরোধিতা করার কারণে।