হে রসূল! (আপনার উম্মতদেরকে) বলুন, আমি তোমাদের নিকট কোন বিনিময় চাইনা, তবে আমার আহলে বাইত ও বংশধরগণের প্রতি তোমরা সদ্ব্যবহার করবে।
আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা সে দুটিকে আকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো, আল্লাহ পাক উনার কিতাব, অপরটি হলো, আমার বংশধর।
প্রত্যেক মুসলমানের উপর ফরয আহলে বাইত ও আওলাদে রসূলগণের প্রতি মুহব্বত রাখা।