ক্বওল শরীফ

সংখ্যা: ২২৩তম সংখ্যা | বিভাগ:

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ উনার

পবিত্র কালাম শরীফ

 

মহান আল্লাহ পাক তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন এবং ঈমানের দ্বারা উনাদের অন্তরকে সুশোভিত করে দিয়েছেন। পক্ষান্তরে কুফরী, ফাসিকী ও অবাধ্যতার প্রতি উনাদের ঘৃণা পয়দা করে দিয়েছেন।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার

পবিত্র হাদীছ শরীফ

 

কেউ ইনতিকাল করলে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলেন,  সে তার নাজাতের জন্য কি পাঠাল। আর মানুষেরা চিন্তা করে বা বলে, সে তার ওয়ারিছদের জন্য কি রেখে গেল।

যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার

পবিত্র ক্বওল শরীফ

প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো- ঈমানকে মুহব্বত করে কুফরী-শিরেকী, বিদআত-বেশরা থেকে বেঁচে থাকা এবং মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আদেশ-নিষেধ মুবারক পরিপূর্ণরূপে পালন করা।

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ