যে ঈমানদার পুরুষ কিংবা নারী আমলে ছালেহ বা নেক কাজ করে;
আমি তাদেরকে পবিত্র জীবন দান করবো।
নেক কাজ ব্যতীত হায়াত বৃদ্ধি হয় না অর্থাৎ নেক কাজের দ্বারা হায়াত বৃদ্ধি হয়।
প্রত্যেক মুসলমানের উচিত- আমলে ছালেহ করে হাক্বীক্বী তাক্বওয়া অর্জনের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিল করতঃ ইহকাল ও পরকালে কামিয়াবী লাভ করা।