যারা বখিলী থেকে মুক্ত, তারাই সফলকাম।
দানশীল মহান আল্লাহ পাক পাক উনার বন্ধু, যদিও সে ফাসিক হোক না কেন। আর বখীল মহান আল্লাহ পাক উনার শত্রু, যদিও সে আবিদ হোক না কেন।
প্রত্যেক ঈমানদার নর-নারীর জন্য অপরিহার্য কর্তব্য হলো, বখিলী খাছলত ছেড়ে দিয়ে ছাখাওয়াতি বা দানশীলতার গুণ অর্জন করা।