নেককাজ ও খোদাভীতিতে একে অপরকে সাহায্য করো। আর পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সাহায্য করো না। এ বিষয়ে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা।
সমস্ত সৃষ্টিই মহান আল্লাহ পাক উনার পরিবারের অন্তর্ভুক্ত। কাজেই সৃষ্টির মধ্যে
মহান আল্লাহ পাক উনার নিকট সে-ই সবচেয়ে প্রিয়, যে উনার
পরিবারের সাথে সদ্ব্যবহার করে।
প্রত্যেক মুসলমান নর-নারীর দায়িত্ব কর্তব্য হচ্ছে পরস্পর পরস্পরকে সৎ কাজে
আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা।