ঈমানদারদের প্রত্যেক দলের একটি অংশ বের হওয়া উচিত এজন্য যে, তাঁরা দ্বীন
(ফিক্বাহ-তাছাউফ) সম্পর্কে দক্ষতা অর্জন করে স্বজাতির নিকট প্রত্যাবর্তন করে তাদেরকে
(আল্লাহ পাক উনার নাফরমানী থেকে) সতর্ক বা ভয় প্রদর্শন করবে।
ইসলামকে যিন্দা করার উদ্দেশ্যে ইলিম অর্জন করা অবস্থায় যে ব্যক্তির ইনতিকাল হবে, বেহেশতে তাঁর ও নবী আলাইহিমুস সালাম উনাদের মধ্যে একটিমাত্র দরজা পার্থক্য থাকবে।
প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জরুরত আন্দাজ বা আবশ্যক পরিমাণ ইলিম অর্জন করা ফরযে আইন এবং তাদের মধ্য থেকে কেউ দ্বীনের ফক্বীহ বা আল্লাহওয়ালা হয়ে দর্স-তাদরীস ও তা’লীম-তালক্বীন করবে। ইহা ফরযে