ক্বওল শরীফ

সংখ্যা: ১৯০তম সংখ্যা | বিভাগ:

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ উনার

পবিত্র কালাম শরীফ

 

তোমরা পাথেয় সংগ্রহ করো। নিশ্চয়ই উত্তম পাথেয় হলো তাক্বওয়া।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ

যে ব্যক্তি ঈমান ও ইখলাছের সাথে রমযান শরীফ-এর রোযা রাখবে তার পূর্বের গুনাহখতা ক্ষমা করা হবে।

যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার

পবিত্র ক্বওল শরীফ

রমযান শরীফ হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস। কাজেই, প্রত্যেক মুসলমান নর-নারীর উচিত- এ মহান মাসে আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সকল প্রকার নাফরমানিমূলক কাজ যেমন অশ্লীল-অশালীন, বেপর্দা-বেহায়াপনা, গান-বাজনা, খেলাধুলা, ছবি, টিভি ইত্যাদি থেকে বিরত হয়ে হাক্বীক্বী তাক্বওয়া হাছিল করা।

ক্বওল শরীফ

শুরুর কথা

সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম ও ইদৈ আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, ইমামুল আ’ইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হুজ্জাহুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, ইমাম রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ক্বওল শরীফ যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারী ॥ আর কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারীরা কাফির যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারী। আর কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারীরা কাফির

ক্বওল শরীফ

ক্বওল শরীফ