পূর্ব প্রকাশিতের পর
মুবারক জীবন সায়াহ্নে এসে সার্বিক ক্ষেত্রে ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অতুলনীয় কামিয়াবী প্রত্যক্ষ করে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি পরম ইতমিনান
আবূ সুলত্বানুন নাছীর, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি অনেক দামী কাপড় মুবারক পরিধান করে আছেন। পরিধানকৃত কাপড় মুবারক দেখতে মুবারক কোর্তার মতো। নিচে সম্ভবত সেলোয়ার হতে পারে, যতোটুকু বুঝা গেছে। কোর্তা মুবারক লম্বা হওয়ার কারণে বুঝা যায়নি। উপরে অনেক দামী একটা জুব্বা মুবারক, অনেক সোনালী কারুকার্য করা। আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দু’পাশে অত্যন্ত সম্মানের সাথে পাহারা দিয়ে বিরাট একটা গাড়ীতে উনাকে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ!
ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুল কায়িনাত, মালিকুল জান্নাহ, মালিকুত তামাম, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম এ প্রসঙ্গে ইরশাদ মুবারক করেন” “আমি তো সেটাই বলে থাকি যে, মানুষ তো আর মাক্বাম সম্পর্কে বুঝে না।” সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন: “মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বাজান আলাইহিস সালাম উনার পরিধানে অনেক দামী কাপড়। উপরে অনেক দামী জুব্বা মুবারক। অনেক হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম এবং জিন ইনসান সবাই দাঁড়িয়ে আছে। সামনে খুব বড় একটা গাড়ী। ওই গাড়ীতে করে অত্যন্ত আদব ও সম্মানের সাথে উনাকে নিয়ে যাওয়া হচ্ছে।” সুবহানাল্লাহ!
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাকে একখানা দায়িত্ব মুবারক দিয়েছেন। একখানা সম্মানিত বড় দায়িত্ব মুবারক দিয়েছেন। সেই মহাসম্মানিত মাক্বাম মুবারকে গিয়ে উনি উনার দায়িত্ব মুবারক পালন করবেন। সে জন্যই তিনি যাচ্ছেন।
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন: “সে জন্যই তো আমি বলে থাকি যে, তায়াল্লুক-নিসবত, কুরবত তো অন্য বিষয়।” সুবহানাল্লাহ! (চলবে)