ভ্রান্ত ওহাবী মতবাদ প্রচারের নেপথ্যে-২৭

সংখ্যা: ২০৫তম সংখ্যা | বিভাগ:

[শয়তান যে মানুষকে নেক ছূরতে ধোঁকা দেয়, এ বিষয়টি ভালোভাবে অনুধাবন করেছিলো শয়তানের অনুচর ইহুদী এবং খ্রিস্টানরা। মুসলমানদের সোনালী যুগ এসেছিল শুধু ইসলামের পরিপূর্ণ অনুসরণের ফলে। শয়তানের চর ইহুদী খ্রিস্টানরা বুঝতে পেরেছিল মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, সংঘাত সৃষ্টি করতে পারলেই ইসলামের জাগরণ এবং বিশ্বশক্তি হিসেবে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে। আর তা করতে হবে- ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন মতবাদ প্রবেশ করিয়ে। শুরু হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা; যার মূলে থাকে খ্রিস্টীয় ব্রিটিশ সাম্রাজ্যবাদ। জন্ম হয় ওহাবী মতবাদের। ওহাবী মতবাদ সৃষ্টির মূলে থাকে একজন ব্রিটিশ গুপ্তচর- হ্যামপার। সে মিসর, ইরাক, ইরান, হেজাজ ও তুরস্কে তার গোয়েন্দা তৎপরতা চালায় মুসলমানদের বিভ্রান্ত করার জন্য। ভ্রান্ত ওহাবী মতবাদের উপর তুর্কি ভাষায় রচিত হযরত মুহম্মদ আইয়ূব সাবরী পাশা রহমতুল্লাহি আলাইহি-এর “মিরাত আল হারামাইন” কিতাবের ইংরেজি অনুবাদ থেকে বাংলায় ধারাবাহিকভাবে ভাষান্তর করা হচ্ছে ইনশাআল্লাহ।]

(ধারাবাহিক)

মুহম্মদ আলী পাশা যিনি পবিত্র আরব জাহানের শহরগুলিকে দস্যুমুক্ত করাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি যুগপৎভাবে শ্রম এবং স্বর্ণমুদ্রার নিরলস ব্যয় ঘটাতে থাকলেন সেই পবিত্র লক্ষ্যে। (আজকে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যায় যে, আজকে সউদী ওহাবী সরকার সারাবিশ্ব  জুড়ে একইভাবে হাজার হাজার কোটি ডলার ব্যয় করছে মুসলমানদেরকে ওহাবীজমের বিষবাষ্পে কলুষিত করার জন্য। লা-মাযহাবীদের এই বিষাক্ত ছোবল থেকে বাঁচার জন্য একমাত্র আহলে সুন্নত ওয়াল জামায়াতের আক্বীদায় বিশ্বাসী উলামায়ে হক্কানী-রব্বানী উনাদের কিতাবাদি পাঠের কোনো বিকল্প নেই। এবং সারাবিশ্ব জুড়ে বর্তমানে আহলে সুন্নত ওয়াল জামায়াতের একমাত্র দলীলভিত্তিক মুখপত্র হলো তাজদীদী কিতাব মাসিক আল বাইয়্যিনাত। আব্দুল্লাহ ইবনে সাউদ তার মুসলিম নির্যাতনকারী লুটেরা বাহিনীসহ গ্রেফতার হয় এবং মিসরে প্রেরিত হয়। মুহররমুল হারাম ১২৪৩ হিজরীতে মুহম্মদ আলী পাশা স্বভাবজাত শরাফত এবং ইহসান অনুযায়ীই দস্যু ইবনে সাউদের মুখোমুখি হলেন।

বেশ পরিশ্রমের ধকল গিয়েছে তোমার উপরে বোঝা যাচ্ছে, কম সংগ্রাম তো আর করনি। পাশা বললেন আব্দুল্লাহ বিন সাউদকে।

You have struggled very hard” the pasha said, নছীব এবং নিয়তির ভাঙ্গা গড়ার লীলাই হল যুদ্ধ। ইবনে সাউদের প্রত্যুত্তর।

War is an affair of fate and luck, Ibn Sa’ud answered.

পুনরায় জিজ্ঞাসা করলেন পাশা “আমার ছেলে ইবরাহীম পাশাকে কেমন দেখলে?”

How do you find my son Ibrahim Pasha?

“অত্যন্ত সাহসী একজন বীর পুরুষ। বুদ্ধিমত্তা তার সাসিকতার ঊর্ধ্বে প্রাধান্য পেয়েছে। আর আমরা অতি কঠোর প্রচেষ্টা চালানো সত্ত্বেও আল্লাহ পাক তিনি নছীবে যা রেখেছেন তাই ঘটেছে। চিন্তা করনা। আমি তোমার জন্য যিনি খলীফাতুল মুসলিমীন উনার কাছে একখানা চিঠি লিখছি সদয় আচরণের জন্য।

দস্যু ইবনে সাউদের জবাব “নছীবে যা রয়েছে তা ঘটবেই।”

-এই সুরম্য বক্সটি কেন বহন করছ? এখানে আমার বাবা যা লুটপাট করেছিল মুবারক হুজরাতুন নববীয়্যাহ থেকে (নাউযুবিল্লাহ!) তা রাখা আছে। আমি এগুলো আমাদের যিনি সুলতান রয়েছেন তার কাছে পেশ করবো। (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।) মুহম্মদ আলী পাশা নির্দেশ করলেন সুরম্য পাত্রটি খোলার জন্য। বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার সাথে সাথে তিনটি কুরআন শরীফ-এর নুসখা, ৩৩০টি বিশাল বিশাল মুক্তা, একটি বিশাল পান্না এবং স্বর্ণের চেইন। পবিত্র হুজরাতুন নববীয়্যাহ থেকে যাই চুরি করা হয়েছে তাই দেখা গেলো। নাঊযুবিল্লাহ! (অসমাপ্ত)

-আল্লামা আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান

ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি ও ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা-৫০

বাতিল ফিরক্বা ওহাবীদের অখ্যাত মুখপত্র আল কাওসারের মিথ্যাচারিতার জবাব-১৩ হাদীছ জালিয়াতী, ইবারত কারচুপি ও কিতাব নকল করা ওহাবীদেরই জন্মগত বদ অভ্যাস

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কায্যাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী হক্ব। খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব-৫১

‘থার্টিফাস্ট নাইট, ভালেন্টাইন ডে আর পহেলা বৈশাখের’ নামে হুজ্জোতির জন্য ধর্মব্যবসায়ীদের কৌশলগত নিষ্ক্রীয়তা, স্বার্থবাদী মৌসুমী রাজনৈতিক তৎপরতা এবং সংস্কৃতি বিপননকারীদের দূরভিসন্ধিতা ও মধ্যবিত্তের  তত্ত্ব-তালাশহীন প্রবণতা তথা হুজুগে মাতা প্রবৃত্তিই দায়ী

অবশেষে জামাতীরা স্বীকার করিল যে, মুক্তি পাইতে চাহিলে মুরীদ হইতে হয়। আল্লাহ পাক-এর ওলী বা দরবেশ হইতে পারিলে মুক্তি পাওয়া যায়। কিন্তু জামাতীরা তাহা নয় বলিয়াই আখিরাত তো দূরের কথা দুনিয়াতেই তাহারা দুর্নীতির দায়ে গ্রেফতার। আর মইত্যা রাজাকারের ফতওয়া অনুযায়ী তো- তাহাকেই কতল করা ওয়াজিব।