পূর্ব প্রকাশিতের পর
সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিসবাতুল আযীম শরীফ (বিবাহ মুবারক) সুসম্পন্ন হলো। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই প্রিয় ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে হাদিয়া দিলেন। উনাদের নতুন জীবন খুবই ভালোভাবে চলতেছিল।
এরই মধ্যে একদিন পবিত্র জিহাদের ডাক আসলো। সবাই পবিত্র জিহাদের ময়দানে হাজির হলেন। সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিও পবিত্র জিহাদ মুবারকে অংশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। উনার সম্মানিত শ্বশুর আব্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আমরা পবিত্র জিহাদ মুবারকে যাচ্ছি। কাজেই, আপনার জিহাদ মুবারকে অংশগ্রহণের প্রয়োজন নেই। তাছাড়া এই সম্মানিত জিহাদ মুবারক অতোটা জটিলও নয়। আপনি আপনার নতুন আহলিয়া উনাকে যে সময় দেয়া প্রয়োজন ও সুন্নত তা যথাযথভাবে পালন করুন।
সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি জাওয়াবে বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত জিহাদের ময়দানে অবস্থান মুবারক করবেন আর আমি কিনা নতুন আহলিয়ার কারণে সেই জিহাদ মুাবরকের ময়দান থেকে দূরে থাকবো? তা কখনোই হতে পারে না। তিনি পবিত্র জিহাদ মুবারকে শরীক হলেন। জিহাদ মুবারক তুমুল রূপ ধারণ করলো। এক পর্যায়ে সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি শহীদ হলেন। সুবহানাল্লাহ!
জিহাদ মুবারক শেষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনারা কাকে কাকে হারিয়েছেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমরা আমাদের পিতা, ভাই, ছেলেকে হারিয়েছি। কেউবা সন্তানকে, আবার কেউ বা নিকটাত্মীয় স্বজনকে হারিয়েছি। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি আমার জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে হারিয়েছি। সুবহানাল্লাহ!
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার তালাশে বের হলেন। খুঁজতে খুজতে একস্থানে পাওয়া গেল। কাফিরদের সাতটি লাশ উনার মহাসম্মানিত শহীদী দেহ মুবারকের পাশে পরে আছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জাহিরীভাবে বিষয়টি অবহিত করানো হলো। খবর পাওয়ার সাথে সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই স্থানে মহাসম্মানিত, মহাপবিত্র তাশরীফ মুবারক আনলেন। সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পবিত্র জিসিম (শরীর) মুবারক উঠিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আযহার মুবারক এ (মহাসম্মানিত ও মহাপবিত্র কোল মুবারক) তুলে নিলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক কোল মুবারকে নিতে চাইলেন। কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাউকে দিলেন না। কবর মুবারক খনন কাজ সুসম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সেই লাশ মুবারক মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আযহার মুবারকে (মহাসম্মানিত ও মহাপবিত্র কোল মুবারকে) নিয়ে রাখলেন। কবর মুবারক খনন কাজ সুসম্পন্ন হলে তিনি স্বয়ং নিজেই সেই কবর মুবারকে সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার লাশ মুবারক রাখলেন। উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাক্বওয়া মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র কোর্তা মুবারক) রক্তাক্ত হয়ে গিয়েছিল। সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু কবর শরীফে রাখার পর তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর তাক্বরীর মুবারক দিলেন (মহাসম্মানিত ও মহাপবিত্র মুচকি হাসলেন) এবং মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমাহ মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র চেহারা মুবারক) ফিরিয়ে নিলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমাহ মুবারক ফিরিয়ে নেয়া এবং মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাকরীর মুবারকের কারণ কি? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে কবর মুবারকে রাখার সাথে সাথে জান্নাতী হূর এসে উপস্থিত হলেন। এজন্য আমি মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাকরীর মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র মুচকি হাসি) দিলাম। আর মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমাহ (মহাসম্মানিত ও মহাপবিত্র চেহারা মুবারক) ফিরিয়ে নেয়ার কারণ হলো, সেই হূর মুবারক তিনি তাড়াহুড়া করে কবর মুবারকে নামার সময় উনার পায়ের নলা মুবারক বের হয়ে যায়। সুবহানাল্লাহ!
উল্লেখ্য যে, জান্নাতীগণ জান্নাতে গিয়ে হূর পাবেন। আর সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি দুনিয়াতেই হূরের সান্নিধ্য পেয়েছেন। সুবহানাল্লাহ!