ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা ইমাম-রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৭৮- আল্লামা মুফতী মুহম্মদ কাওছার আহমদ

সংখ্যা: ২৮৪তম সংখ্যা | বিভাগ:

বিবাহের ক্ষেত্রেও মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রেযামন্দি

মুবারককে প্রাধান্য দেয়া আবশ্যক (২)

পূর্ব প্রকাশিতের পর

একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি কেমন আছেন?

সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার বরকতময় মহাসম্মানিত ও মহাপবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার করতে পারি। আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আঞ্জাম দিতে পারি এর চেয়ে অধিক সৌভাগ্য আর কি হতে পারে?

ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার জীবনসঙ্গনী যে নারী আছেন তা কি জান্নাতের হূর? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে আশ্বস্ত করে বললেন, হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি চিন্তা করবেন না। আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনার জীবনসঙ্গনী পাবেন। সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি লজ্জাবনত কণ্ঠে বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাকে কে মেয়ে দিবেন?

একদিন এক আনছারী ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে হাজির হলেন। আরয করলেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার একজন বিবাহযোগ্য মেয়ে আছেন। উনার জন্য একজন উপযুক্ত ছেলে প্রয়োজন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমি আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিচ্ছি। সেই হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি অত্যন্ত খুশি হলেন। বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ইহা আমাদের সৌভাগ্য। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, তবে আমার জন্য নয়। তিনি বললেন, তাহলে কার জন্য?

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য। একথা শুনে সেই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মেয়ের মায়ের সাথে পরামর্শ করার অনুমতি প্রার্থনা করছি।

সেই হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইজাজত মুবারক পেয়ে মেয়ের মায়ের নিকট বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ! উনার আহলিয়া বললেন, এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? সেটা আমাদের পরম সৌভাগ্য। আনছারী ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, তবে তা উনার নিজের জন্য নয়। সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য। মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা চিন্তা-ফিকির করা শুরু করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কি জাওয়াব দিবেন। স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই প্রস্তাব দিয়েছেন। ইতিপূর্বে কত প্রভাব-প্রতিপত্তি, সম্পদশালী, বীর মুজাহিদ ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা প্রস্তাব দিয়েছেন। তাদের কারো প্রস্তাব গ্রহণ করা হয়নি। আনছারী ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সম্মানিতা মেয়ে অদূরে দাড়িয়ে বাবা-মায়ের কথোপকথন শুনছিলেন। উনাদের সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় তিনি উনাদের নিকটবর্তী হয়ে বললেন, আব্বাজান! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজেই সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য প্রস্তাব দিয়েছেন। আপনারা তা গ্রহণ করতে বিলম্ব করছেন কেন? ইহা তো অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এতে আমার কোনই দ্বিমত নেই। তিনি আমাদের জন্য যা কল্যাণকর তাই করে থাকেন। আমি অত্যন্ত সন্তুষ্টচিত্তে এই প্রস্তাবে রাজি আছি। আপনি আমাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিকট নিয়ে চলুন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল  মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত জুলাইবিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে আনছারী ছাহাবী রদ্বিয়াল্লাহু  তায়ালা আনহু উনার সম্মানিতা মেয়ে উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ (বিবাহ) সুসম্পন্ন করেন। সুবহানাল্লাহ!

উল্লেখ্য যে, উক্ত সম্মানিতা মেয়েকে পাওয়ার জন্য কত গণ্য মান্য ব্যক্তিত্ব যে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তা হিসেব করা খুবই কঠিন। কেননা রূপে-গুণে, ধন-সম্পদে, প্রভাব-প্রতিপত্তিতে তিনি জগত খ্যাত ছিলেন। উনার ইলিম-আক্বল ও সমঝের প্রশংসা মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার অধিবাসীগণের মুখে মুখে ছিল। সুবহানাল্লাহ!

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১২৬

আলামু বিত্ ত্বিব, আলামু বিল ফারায়িদ্ব, আলামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আযম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম-রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত মুহইউস সুন্নাহ লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৬৭–আল্লামা মুফতী মুহম্মদ কাওছার আহমদ

ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৭৩

মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৭৯

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইউস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৩৮