ইসলামী বিশ্বকোষের আলোকে বালাকোট যুদ্ধের ইতিহাস-৬

সংখ্যা: ১০০তম সংখ্যা | বিভাগ:

(ইসলামী বিশ্বকোষ থেকে হুবহু উদ্ধৃত)

হযরত সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ইচ্ছা করিলে বালাকোট ত্যাগ করিয়া স্বল্প সময়ের মধ্যে পশ্চাদ্দিকে পাহাড়ের দিকে চলিয়া যাইতে পারিতেন। এমতাবস্থায় শিখগণ উনার পশ্চাদ্বাবণ করিতে পারিত না। তিনি ইচ্ছা করিলে নদী পার হইয়া ইহার পূর্ব তীরে পৌঁছিয়া শিখ সৈন্যদের উপর আক্রমণও চালাইতে পারিতেন। যে সকল মুসলিম খান অনিচ্ছা সত্ত্বেও শিখদের পক্ষ অবলম্বন করিয়াছিলেন, বস্তুতঃ তাহাদের পক্ষ হইতে উক্তরূপ গোপন অনুরোধও বহুবার তাহার নিকট আসিয়াছিল কিন্তু উক্ত কৌশল অবলম্বন করিলে হযরত সাইয়্যিদ ছাহেব রহমতুল্লাহি আলাাইহি তিনি কোনওরূপ নণকৌশল কে নহে, বরং বীরত্ব ও সাহসিকতাকেই স্বীয় পন্থারূপে গ্রহণ করিয়াছিলেন। অর্থাৎ বীরত্ব সাহসিকতা ও ঈমানী শক্তির যে মূল্যবান সম্পদ মুজাহিদগণ উনাদের মধ্যে বিদ্যমান ছিল, তিনি উহাকেই সম্ভবল করিয়া শিখদের বিপুল সমর শক্তির মুকাবিলা করিয়া যাওয়াকেই এবং উহার পরিণতিকে মহান আল্লাহ তা’আলা উনার ইচ্ছার নিকট ছাড়িয়া দেওয়াকেই স্বীয় কর্তব্য বলিয়া গ্রহণ করিয়াছিলেন।

-মুহম্মদ নূরুল আলম, ঢাকা।

মতামত বিভাগ

মতামত বিভাগ

ইসলামী বিশ্বকোষের আলোকে বালাকোট যুদ্ধের ইতিহাস- (৪)

তিনি কি শের-ই-বাংলা, না শের-ই-মুনাফিক (২)

একই অঙ্গে বহুরূপে সজ্জিত, বিকৃত মস্তিস্ক সম্পন্ন স, আ, ত, ম আলাউদ্দীনের বিকৃত রুচি সম্পন্ন লিখার প্রতিবাদে