ছদ্কাতুল্ ফিতর

সংখ্যা: ২২৬তম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ রফিকুল ইসলাম,

বাইতুল মোকাররম, ঢাকা।

 

সুওয়াল: এ বছর ছদ্কাতুল্ ফিতর কত?

জাওয়াব: আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছদকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে ইরশাদ মুবারক করেন-

عن عبد الله بن ثعلبة او ثعلبة بن عبد الله بن ابى صعير عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم صاع من بر ا و قمح عن كل اثنين صغير او كبير حر او عبد ذكر او انثى

অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে সা’লাবা অথবা সা’লাবা ইবনে আব্দুল্লাহ ইবনে আবু সুআইর তিনি উনার পিতা রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণনা করেন যে, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, এক সা’ গম বা আটা দু’ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হবে- ছোট হোক বা বড় হোক, আযাদ হোক বা গোলাম হোক এবং পুরুষ হোক বা মহিলা হোক। (আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ)

আমাদের হানাফী মাযহাব মুতাবিক অর্ধ সা’ বলতে ১ সের সাড়ে ১২ ছটাক বুঝানো হয়েছে, যা গ্রাম হিসাবে ১৬৫৭ গ্রাম (প্রায়) হয়।

কাজেই, যাদের উপর ছদ্কাতুল ফিতর ওয়াজিব অর্থাৎ ঈদের দিন ছুব্হে ছাদিকের সময় যাদের নিকট নিছাব পরিমাণ (সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য যা বর্তমানে ১৩৯৯.৬৮ টাকা তোলা হিসেবে ৭৩,৪৮৩ টাকা) সম্পদ থাকে, তাদের প্রত্যেককেই উল্লিখিত ১ সের সাড়ে ১২ ছটাক বা ১৬৭৫ গ্রাম আটা বা তার মূল্য দান করতে হবে।

দেশের বিভিন্ন এলাকায় আটার দাম বিভিন্ন রকম। কাজেই যাদের উপর ছদ্কাতুল ফিতর ওয়াজিব, তাদেরকে বর্তমান মূল্য হিসাবে একসের সাড়ে বার ছটাক বা ১৬৭৫ গ্রাম আটার মূল্য হিসাবে দিতে হবে।

এ বছর ঢাকা শহরে ৪০.০০ টাকা কেজি হিসাবে এক সের সাড়ে বার ছটাক বা ১৬৫৭ গ্রাম মূল্য- ৬৬.৫০ টাকা (প্রায়)

যেমন, ১ কেজি বা ১০০০ গ্রাম আটার মূল্য ৪০.০০ টাকা।

প্রতি গ্রাম আটার মূল্য ৪০.০০স্ট১০০০= ০.০৪ টাকা

১৬৫৭ গ্রাম আটার মূল্য ১৬৫৭x০.০৪=৬৬.২৮ অর্থাৎ ৬৬.৫০ টাকা (প্রায়)।

এর কম দেয়া যাবে না। তবে ইচ্ছা করলে বেশি দিতে পারবে।

উল্লেখ্য, হানাফী মাযহাবে শুধুমাত্র গম তথা আটার মূল্যে ছদ্কাতুল ফিতর আদায় করতে হবে। অন্যকিছু দিয়ে ছদ্কাতুল ফিতর আদায় করা যাবে না। দেশের প্রধান খাদ্য দিয়ে ছদ্কাতুল ফিতর আদায় করা এটা মূলত লা-মাযহাবীদের ফতওয়া। কাজেই, সে ফতওয়া কোন মাযহাবপন্থীদের অনুসরণ বা আমল করা জায়িয নেই। এছাড়া এক মাযহাবের অনুসারীর জন্য অন্য মাযহাবের ফতওয়া বা মাসয়ালা অনুসরণ করাও জায়িয নেই।

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব