পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম (৪৬) উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

সংখ্যা: ২৫৬তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

পূর্বপ্রকাশিতের পর

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

অতঃপর তিনি সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম,  সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক সন্নিধানে চার তলায় উনার পবিত্র হুজরা শরীফে মুবারক তাশরীফ গ্রহণ করেন। সেখানেই তিনি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!

মুবারক পবিত্রতম জীবনের সকল কর্মপ্রবাহে, ধ্যান-ধারণা ও অনুভবে এবং পবিত্রম বিছালী শান মুবারক প্রকাশের পর মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পবিত্রতম দীদারে গমন করেও সম্মানিত সুন্নতপালনের কী আকুলতা! যে নিগূঢ়তম নৈকট্য হাছিলের জন্য সম্মানিত সুন্নত উনাকে হাক্বীক্বীভাবে মুহব্বত ও প্রতিপালনের মাধ্যমে মুবারক পবিত্র সমগ্র জীবনের দিনগুলো ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি নিখুঁতভাবে গুছিয়ে তুলেছেন, পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশের পর অনন্তকালের জন্য তিনি তা ষোলআনাই হাছিল করেছেন। সুবহানাল্লাহ!

এছাড়াও যাঁর মুবারক লখতে জিগার আওলাদ, হুজ্জাতুল ইসলাম, ক্বইয়ূমুযযামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল  আউওয়াল, সুলত্বানুন নাছীর, জামিউল আলক্বাব, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম, উনার (সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম) ইহকাল ও পরকালে পাবার আর কী বাকী আছে! সুবহানাল্লাহ!

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার মুবারক অন্তিম অছিয়ত অনুযায়ী সম্মানিত ইসলামী শরীয়ত উনাকে পরিপূর্ণরূপে অনুসরণের মাধ্যমে সম্মানিত সুন্নতী তর্জ-তরীক্বায় উনার পবিত্রতম জিসিম মুবারক উনার যাওজুল মুকাররাম আলাইহিস সালাম উনার মুবারক সন্নিধানে পবিত্র মাযার শরীফে রাখা হয়। সেখানে তিনি সার্বক্ষণিকভাবে পবিত্রতম দীদারে মশগুল রয়েছেন। সুবহানাল্লাহ!

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু মুজাদ্দিদিল আ’যম আলাইহিমাস সালাম, জাদ্দু খলীফাতিল উমাম আলাইহিমাস সালাম, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি নিয়মিতভাবে সর্বদা নফল রোযা রাখতেন। পবিত্র হাদীছ শরীফ উনার পরিভাষায়  উল্লিখিত ‘রিবাত্ব’ (এক নামাযের পর পরবর্তী নামাযের জন্য প্রস্তুতি গ্রহণ করা) উনার মধ্যেই তিনি পবিত্র মুবারক সমগ্র জীবন অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ!

পবিত্র হাদীছ শরীফ উনার আলোকে যাবতীয় ইবাদত-বন্দেগীসহ পবিত্র ‘রিবাত্ব’ উনার মধ্যে সর্বদা মশগুল থাকার মুবারক বিষয়টি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নিগূঢ় নৈকট্য সন্নিধানে অবস্থান মুবারক করার পরমতম বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ!

হাক্বীক্বী আওলাদে রসূল এবং আখাছছুল খাছভাবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার পক্ষে উল্লিখিত “রিবাত্ব” উনার হাক্বীক্বী অনুসরণ করা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ!

অনুরূপভাবে পবিত্র ছলাতুত তাহাজ্জুদসহ ইশরাক, ছলাতুছ চাশত, ছলাতুল আউওয়াবীন ইত্যাদি সকল নামায তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুকরণে ও অনুসরণে নিয়মিতভাবে আদায় করতেন। সুবহানাল্লাহ! (চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফদ্বালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৩

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফদ্বালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৪

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৫

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৬

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৭