পাকিস্তানী মুসলমানদের উদ্দেশ্যে লাদেনের চিঠি- “আফগানিস্তানে ক্রসেডের বিরুদ্ধে রুখিয়া দাঁড়ান,”

সংখ্যা: ১০১তম সংখ্যা | বিভাগ:

          কাতারের স্যাটেলাইট চ্যানেল আল জাজিরায় প্রেরিত স্বহস্তে লিখিত এক পত্রে ওসামা বিন লাদেন পাকিস্তানী মুসলমানদের আফগানিস্তানে ক্রুসেডের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানিয়ে বলেছিল, ‘পাকিস্তানের পাকভূমি নিবাসী আমার বেসামরিক ও সামরিক মুসলমান ভাইয়েরা।

           আল্লাহ্র শান্তি ও করুণা আপনাদের উপর বর্ষিত হউক। আফগানিস্তানের বিরুদ্ধে ‘ক্রুসেড’ তীব্রতর হইয়াছে এবং আফগানিস্তানে মোহাম্মদের (সঃ) অনুসারীদেরকে হত্যার ব্যাপকতা বাড়িয়াছে।

          বিশ্ব এখন দুই শিবিরে বিভক্ত হইয়া পড়িয়াছে, একটি শিবির যুক্ত রাষ্ট্রের কাফিরদের নেতা বুশ কথিত ক্রুসেড তথা ক্রুুশ অঙ্কিত পতাকাতলে ও অন্যটি ইসলামের পতাকাতলে। পাকিস্তান সরকার ক্রুশ চিহ্নিত শিবিরকেই বাছিয়া লইয়াছে। হে ইসলামের অনুসারীরা, ইসলামের সমর্থনের দিন এখনই। যে ইসলাম ও কিয়ামত-এর বিশ্বাস করে সে সত্য তুলিয়া না ধরা পর্যন্ত বিরত হইতে পারে না, যতক্ষণ না ঐশী শক্তির নিকট মিথ্যা ও উহার পৃষ্ঠপোষকরা পরাজিত হয়। মিথ্যার বিরুদ্ধে আপনাদের অবস্থান আমাদের শক্তিশালী করিবে। যদি মুসলমান ধর্মের ব্যাপারে সাহায্য চায়, তাহাদের সাহায্য করা আপনাদের কর্তব্য। নবী মোহাম্মদ (সঃ) বলিয়াছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তাহারা একে অন্যের প্রতি অবিচার করিতে পারে না কিংবা অপদস্থ অথবা আত্মসমর্পন করাইতে পারে না। আল্লাহ স্বাক্ষী যে, আমি আমার বার্তা আপনাদের নিকট পৌঁছাইতে পারিয়াছি।”

কাবুলের পতন, তালেবান পালিয়েছে

          অবশেষে আফগান রাজধানী কাবুলে প্রবেশ করেছে তালেবানবিরোধী উত্তরাঞ্চলীয় জোটের যোদ্ধারা। রাতের আঁধারে তালেবানচক্র কাবুল ছেড়ে পালিয়ে গেলে পরদিন ভোরে বিরোধী জোটের সৈন্যরা বিনা প্রতিরোধে রাজধানীতে ঢুকে পড়ে। তালেবানচক্র কাবুল থেকে পালিয়ে গেছে শুনে হাজার হাজার উৎফুল্ল জনতা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করে।

          মন্তব্য ঃ সি. আই. এ-এর উদ্দেশ্য যথাযথভাবে আবৃত হলেই লেজ গুটিয়ে গর্তে ঢুকে পড়েছে লাদেন, মোল্লা ওমর ও তালেবান। তখন আর তাদের জিহাদের ডাক থাকেনি। বাঘের হুঙ্কার ছেড়ে তখন তারা ম্যাও ম্যাও করে পালিয়েছে।

  -মুহম্মদ ওয়ালিউর রহমান, ঢাকা।

মতামত বিভাগ

মতামত বিভাগ

ইসলামী বিশ্বকোষের আলোকে বালাকোট যুদ্ধের ইতিহাস- (৪)

তিনি কি শের-ই-বাংলা, না শের-ই-মুনাফিক (২)

একই অঙ্গে বহুরূপে সজ্জিত, বিকৃত মস্তিস্ক সম্পন্ন স, আ, ত, ম আলাউদ্দীনের বিকৃত রুচি সম্পন্ন লিখার প্রতিবাদে