মহাপবিত্র ও মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ ও পবিত্র রবীউছ ছানী শরীফ মাস এবং উনাদের প্রাসঙ্গিক আলোচনা -আল্লামা মুফতী সাইয়্যিদ শুয়াইব আহমদ

সংখ্যা: ২৭৬তম সংখ্যা | বিভাগ:

সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রসূলুন ইলা কাফফাতিল খলক্বি আজমাঈন, সাইয়্যিদুল কাওনাইন, রহমাতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীন, হায়াতুন নবী, শাহিদুন নবী, মুত্তালা’ আলাল গইব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের মাসই হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস। সুবহানাল্লাহ!

শুধু তাই নয়, সুলত্বানুল আউলিয়া ওয়াল মাশায়িখ, সাইয়্যিদুল মুরশিদীন ওয়াল মুজাদ্দিদীন, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, কউইয়্যুল আউওয়াল, সুলত্বানুন নাছীর, ক্বায়িম-মাক্বামে রহমাতুল্লিল আলামীন, আহলে বাইতে রসূল, নূরে মুকাররম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনারও সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের মাস হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস। সুবহানাল্লাহ!

একইভাবে উক্ত মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার ১২ই শরীফ তারিখ অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাদের সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত তারিখ। সুবহানাল্লাহ!

প্রকাশ থাকে যে, যিনি খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ তথা উনার মহাসম্মানিত দিবসসমূহ পালন করার ব্যাপারে বান্দাদেরকে আদেশ মুবারক করেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللهِ ۚ إِنَّ فِي ذٰلِكَ لَاٰيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ

অর্থ: (আমার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি মহান আল্লাহ পাক উনার দিবসসমূহ উম্মতকে স্মরণ করিয়ে দিন অর্থাৎ উম্মত যেন উক্ত দিবসসমূহ খুশি প্রকাশের সাথে পালন করে। নিশ্চয়ই উক্ত দিবসসমূহ পালনের মধ্যে (সম্মানিত দ্বীন ইসলাম পালনে) অটল এবং (মহান আল্লাহ পাক উনার নিয়ামত সমূহের) শোকরকারী প্রত্যেক উম্মতের জন্য নিদর্শনাবলী রয়েছে। সুবহানাল্লাহ!

স্মরণীয় যে, মহান আল্লাহ পাক উনার নিদর্শন মুবারক সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিদর্শন মুবারক হচ্ছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা।

আর উনাদের সাথে নিসবতযুক্ত সম্মানিত দিবসসমূহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভুক্ত। উক্ত সর্বশ্রেষ্ঠ আইয়্যামুল্লাহ শরীফ উনাদের মধ্যে আরো বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবতযুক্ত সম্মানিত দিন, সম্মানিত তারিখ, সম্মানিত সময়, সম্মানিত মাস, সম্মানিত বছরসমূহ। সুবহানাল্লাহ!

যার কারণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের দিন “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) দিবস” হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দিবস। উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের তারিখ “সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ তারিখ।” উনার বিলাদতী শান মুবারক প্রকাশের সময় “ছুবহি ছাদিক্ব” হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আওক্বাত শরীফ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ওয়াক্ত বা সময়। উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের মাস “মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ” হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মাস। আর উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের বছর “আমুল ফীল” হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ওয়াম শরীফ অর্থ সর্বশ্রেষ্ঠ বছর। সুবহানাল্লাহ!

বলার অপেক্ষা রাখে না যে, উক্ত মহাসম্মানিত মাস, মহাসম্মানিত দিন, মহাসম্মানিত তারিখ ও মহাসম্মানিত সময় উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ পালনীয় দিন। সুবহানাল্লাহ! পুরো মাস  ২৯ বা ৩০ দিন, দিন ও সময় হিসেবে ৫৪ সপ্তাহে ৫৪ দিন ও সময় এবং তারিখ হিসেবে ১২ মাসে  ১২ দিন। তন্মধ্যে মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ উনার ১২ই শরীফ তারিখ বিশেষভাবে পালনীয়। যেমন এ সম্পর্কে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

مَنْ عَظَّمَ مَوْلِدِىْ وَهُوَ لَيْلَةُ اثْنَـىْ عَشَرَ مِنْ رَّبِيْعِ الْاَوَّلِ بِاتِّـخَاذِهٖ فِيْهَا طَعَامًا كُنْتُ لَهٗ شَفِيْعًا يَّوْمَ الْقِيَامَةِ

অর্থ: যে ব্যক্তি খাদ্য খাওয়ানের মাধ্যমে আমার মহাসম্মানিত ও মহাপবিত্রতম বরকতময় বিলাদত শরীফ ১২ই রবী‘উল আউওয়াল শরীফ রাত (ও দিবস) উনাকে যথাযথভাবে সম্মান করবেন, আমি ক্বিয়ামতের দিন তার জন্য শাফায়াতকারী হবো। সুবহানাল্লাহ! (নে’মতে কুবরা উর্দূ-১১ পৃষ্ঠা)

উল্লেখ্য, পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের বর্ণনা মারফত জানা যায় যে, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের বিলাদতী শান মুবারক, বিছালী শান মুবারক ও বিশেষ ঘটনা বা শান মুবারক প্রকাশের দিনসমূহকে রহমত, বরকত, সাকীনা, শান্তি নাযিল ও খুশি প্রকাশের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার পূত-পবিত্র সম্মানিত হযরত আহলু বাইত শরীফ ও আওলাদ আলাইহিমুস সালাম উনাদের সুমহান বিলাদতী শান, সুমহান বিছালী শান, সুমহান নিসবতে আযীমাহ শান মুবারক সহ অন্য সমস্ত বিশেষ শান মুবারক প্রকাশের দিনসমূহ অবশ্যই উম্মতের জন্য বেমেছালভাবে রহমত, বরকত, সাকীনা, মাগফিরাত, নাজাত, রেযামন্দি, তায়াল্লুক-নিসবত, কুরবত, ফযীলত ও কামিয়াবী হাছিলের কারণ। সুবহানাল্লাহ! তাই, পালনীয় দিন বা তারিখ সমূহ যথাক্রমে উল্লেখ করা হলো।

১ রবীউল আউওয়াল শরীফ: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হিজরত মুবারক।

২ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদুল আবনা সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৩ রবীউল আউওয়াল শরীফ:

* খইরুল বানাত হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীমাহ শরীফ দিবস।

* আমীরুল মু’মিনীন হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৪ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদুল আবনা সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৫ রবীউল আউওয়াল শরীফ:

* সাইয়্যিদাতুল উম্মাহাত হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

৭ রবীউল আউওয়াল শরীফ: ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, নূরে মুকাররমাহ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৮ রবীউল আউওয়াল শরীফ:

* সাইয়্যিদুল আবনা সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

* সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১০ রবীউল আউওয়াল শরীফ:

* সাইয়্যিদাতুল উম্মাহাত হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

* সাইয়্যিদুল আবনা সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ।

* সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১১ রবীউল আউওয়াল শরীফ: আওলাদে রসূল হযরত আবূ উম্মিল উমাম আলাইহিস সালাম উনার বিছাল শরীফ দিবস।

সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ রবীউল আউওয়াল শরীফ:

* মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ দিবস।

* আহলে বাইতে রসূল, নূরে মুকাররম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* সাইয়্যিদুল আবনা সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

 

১৩ রবীউল আউওয়াল শরীফ:

* সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* খলীফাতু রসূলিল্লাহ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস।

* আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত আবূ ইমামিল উমাম আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১৪ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১৭ রবীউল আউওয়াল শরীফ:

* সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

* সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* আওলাদে রসূল হযরত হযরত আবূ শাফিয়িল উমাম আলাইহিস সালাম উনার বিছাল শরীফ দিবস।

২৭ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আল খামিসাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৮ রবীউল আউওয়াল শরীফ: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

মাহে রবীউছ ছানী:

৩ রবীউছ ছানী শরীফ: খইরুল বানাত হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৫ রবীউছ ছানী শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনু যিন নূরাইন আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১১ রবীউছ ছানী শরীফ: পবিত্র ফাতিহায়ে ইয়াযদাহম শরীফ দিবস। অর্থাৎ আওলাদে রসূল হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১২ রবীউছ ছানী শরীফ: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ অর্থাৎ ১২ই শরীফ দিবস। এ দিন কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়।

১৮ রবীউছ ছানী শরীফ: খইরুল বানাত হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নিসবতে আযীমাহ শরীফ সংঘটিত হওয়ার দিবস।

১৯ রবীউছ ছানী শরীফ:

* সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* আহলে বাইতে রসূল সাইয়্যিদাতুন নিসা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

 

মাহে যিলহজ্জ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে মুহররমুল হারাম ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রবীউল আউয়াল শরীফ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রবীউছ ছানী ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে জুমাদাল উখরা ও তার প্রাসঙ্গিক আলোচনা