সম্মানিত জুমাদাল উখরা শরীফ ও রজবুল হারাম শরীফ মাস এবং উনাদের প্রাসঙ্গিক আলোচনা- -আল্লামা মুফতী সাইয়্যিদ শুয়াইব আহমদ

সংখ্যা: ২৬৬তম সংখ্যা | বিভাগ:

আরবী ষষ্ঠ মাস জুমাদাল উখরা শরীফ। একাধিক কারণে এ মাসটিও সম্মানিত ও ফযীলতপ্রাপ্ত। বিশেষ করে এ মাসটি ফযীলত লাভের অন্যতম কারণ হচ্ছে, এ মাসের ২০ তারিখ অর্থাৎ পবিত্র ২০ শে জুমাদাল উখরা শরীফ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূত-পবিত্র ও সম্মানিত আহলু বাইত শরীফ এবং সম্মানিত লখতে জিগার সাইয়্যিদাতু নিসায়িল আলামীনসাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, শাবীহাতু রসূলিল্লাহ, বিদআতুম মিন রসূলিল্লাহ, খইরুল বানাত হযরত আন নূরুর রাবিআহ আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!

আর এ মাসের ২১ তারিখ অর্থাৎ পবিত্র ২১শে জুমাদাল উখরা শরীফ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূত-পবিত্র ও সম্মানিত আহলু বাইত শরীফ এবং সম্মানিত লখতে জিগার সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, বিদআতুম মিন রসূলিল্লাহ, খইরুল বানাত ও আফজালুল বানাত হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!

পবিত্র ২২শে জুমাদাল উখরা শরীফ খলীফাতু রসূলিল্লাহ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।

উক্ত পবিত্র ২২ শে জুমাদাল উখরা শরীফই হচ্ছেন আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস।

পবিত্র ৩০শে জুমাদাল উখরা শরীফ সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছাল শরীফ দিবস।

পবিত্র রজবুল হারাম শরীফ মাসটিও অনেক সম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ দিবস উনাদের কারণে বিশেষভাবে মর্যাদাম-িত, ফযীলতপূর্ণ ও আলোচিত। সুবহানাল্লাহ!

স্মরণীয় যে, ১ রজবুল হারাম: দোয়া কবুলের খাছ রাত। তাছাড়া উক্ত তারিখ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বা আলাইহিস সালাম ও মহা সম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম উনাদের আযীমুশ শান নিসবাতুল আযীমা (শাদী) মুবারক দিবস। উক্ত তারিখে সাইয়্যিদুনা হযরত ইমামুল খ্বামিস আলাইহিস সালাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ (সন- ৬৭ হিজরী, বার- জুমুয়াহ শরীফ) দিবস।

২ রজবুল হারাম: সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

উক্ত পবিত্র ২রা রজবুল হারাম শরীফই হচ্ছেন ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল (হযরত ক্বাসিম) আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

৩ রজবুল হারাম: আওলাদে রসূল সাইয়্যিদাতুল উমাম হযরত শাহ নাওয়াসী র্আ রাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৬ রজবুল হারাম: সুতলত্বানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১০ই রজবুল হারাম: সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ

১৩ রজবুল হারাম: সাইয়্যিদুনা ইমামুল আউওয়াল, আমীরুল মু’মিনীন হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১৪ রজবুল হারাম: সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

উক্ত ১৪ রজবুল হারাম শরীফই হচ্ছেন হযরত খাজা সুলত্বানুল হিন্দ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

২৫ রজবুল হারাম: সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনার বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৭ রজবুল হারাম: পবিত্র লাইলাতুল মি’রাজ শরীফ।

২৭ রজবুল হারাম শরীফই হচ্ছেন সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ। সুবহানাল্লাহ!

উল্লেখ্য, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরেই মর্যাদা বা শ্রেষ্ঠত্বের অধিকারী হচ্ছেন উনার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহ!

স্মরণীয় যে, যীমনে অবস্থানরত আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, মূল ও প্রধান তিনিই সম্মানিত আহলু বাইত শরীফ উনাদের অন্তর্ভুক্ত। বর্তমান যামানায় সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অর্ন্তভুক্ত হচ্ছেন মুজাদ্দিদে আ’যম নূরে মুকাররম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। সুবহানাল্লাহ!

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি তোমাদের নিকট কিতাব হিসেবে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ বা পবিত্র হাদীছ শরীফ রেখে যাচ্ছি। আর আমার অবর্তমানে আমার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ! উনাদেরকে ধারণ করে রাখলে বা অনুসরণ করলে তোমরা কখনোই গোমরাহ বা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ!

অতএব, সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে যারা মুহব্বত করবে, তারা নাজাতপ্রাপ্ত ও জান্নাতী হবেন। আর যারা উনাদের থেকে দূরে থাকবে, উনাদেরকে মুহব্বত করবে না, তারা ধ্বংসপ্রাপ্ত ও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ!

মাহে রবীউছ ছানী ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে জুমাদাল উখরা ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রজব ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রমাদ্বান শরীফ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে শাওওয়াল ও তার প্রাসঙ্গিক আলোচনা