সম্মানিত জুমাদাল উখরা শরীফ মাস ও সম্মানিত রজবুল হারাম শরীফ মাস এবং উনাদের প্রাসঙ্গিক আলোচনা -আল্লামা মুফতী সাইয়্যিদ শুয়াইব আহমদ

সংখ্যা: ২৭২তম সংখ্যা | বিভাগ:

হিজরী সনের ষষ্ঠ মাস জুমাদাল উখরা শরীফ আর সপ্তম মাস রজবুল হারাম শরীফ। একাধিক কারণে এ মাস দুটি স্মরণীয় ও সম্মানিত। বিশেষ করে এ মাস দুটি স্মরণীয় ও সম্মানিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে, মহাসম্মানিত আহলু বাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মহাসম্মানিত আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অনেকেই পবিত্র বিলাদতী শান মুবারক এবং পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। আর উনাদের বিলাদতী শান মুবারক, বিছালী শান মুবারক, নিসবতে আযীমাহ শান মুবারক প্রকাশিত হওয়ার দিন বা তারিখসমূহ পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত।

উক্ত আইয়্যামুল্লাহ শরীফ সমূহ মুহব্বত, তা’যীম, গুরুত্ব ও সাখাওয়াতীর সাথে পালন করা উম্মতের জন্য অপরিহার্য কর্তব্য তথা ফরয। আর তা বেমেছাল রহমত, বরকত, সাকীনা, মাগফিরাত, নাজাত, রেযামন্দি, তায়াল্লুক-নিসবত, কুরবত, ফযীলত ও কামিয়াবী হাছিলের কারণ। সুবহানাল্লাহ!

উক্ত জুমাদাল উখরা শরীফ উনার অন্তর্ভুক্ত আইয়্যামুল্লাহ শরীফ দিবসসমূহ:

২০ তারিখ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, বিনতু রসূল আন নূরুর রবিআহ আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!

২১ তারিখ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, বিনতু রসূল আন নূরুল ঊলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!

২২শে জুমাদাল উখরা শরীফ খলীফাতু রসূলিল্লাহ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন।

২২ শে জুমাদাল উখরা শরীফ আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস।

২৩ তারিখ সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আসসাবিআহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৯ তারিখ সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছাল শরীফ দিবস।

উক্ত রজবুল হারাম শরীফ মাস উনার অন্তর্ভুক্ত আইয়্যামুল্লাহ শরীফ দিবসসমূহ:

১লা তারিখ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বা আলাইহিস সালাম ও মহা সম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম উনাদের আযীমুশ শান নিসবাতুল আযীমাহ মুবারক দিবস। উক্ত তারিখ উনার রাতটি মহাপবিত্র রাগায়িব শরীফ উনারও রাত। আর এ কারণে উক্ত রাতটি দুয়া কবুলের পাঁচটি বিশেষ রাতের মধ্যে অন্যতম রাত।

* উক্ত তারিখ সাইয়্যিদুনা হযরত ইমামুল খ্বামিস আলাইহিস সালাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ (সন- ৬৭ হিজরী, বার- জুমুয়াহ শরীফ) দিবস।

২ তারিখ আবূ রসূলিনা সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* উক্ত তারিখ ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

৩ তারিখ সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* আওলাদে রসূল, নূরে মুকাররমাহ হযরত সাইয়্যিদাতুল উমাম র্আ রাবিয়াহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* আওলাদে রসূল, নূরে মুকাররমাহ হযরত সাইয়্যিদাতুল উমাম আল খ্বমিসাহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

৬ তারিখ সুতলত্বানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

১০ তারিখ সাইয়্যিদুনা ইমাম ইবনে যুন নূর আলাইহিস সালাম উনার শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস।

* সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* ঐতিহাসিক ইয়ারমুকের জিহাদ দিবস।

১৩ তারিখ ইমামুল আউওয়াল, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১৪ তারিখ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবিয়া’হ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

* সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

* হযরত খাজা ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

১৫ রজবুল হারাম: সম্মানিত ক্বিবলা পরিবর্তন দিবস।

২৫ তারিখ সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।

২৭ তারিখ পবিত্র লাইলাতুল মি’রাজ শরীফ।

২৭ তারিখ সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ দিবস। সুবহানাল্লাহ!

২৮ তারিখ সিবত্বতু রসূল সাইয়্যিদাতুনা হযরত বিনতু যিন নূর আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

বিশেষভাবে স্মরনীয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ মহাসম্মানিত ১২ই শরীফ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার কারণে প্রতি মাসেই উক্ত মহাসম্মানিত দিবসটি বিশেষভাবে ফযীলতপ্রাপ্ত।

মাহে রবীউছ ছানী ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে জুমাদাল উখরা ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রজব ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রমাদ্বান শরীফ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে শাওওয়াল ও তার প্রাসঙ্গিক আলোচনা