সম্মানিত শা’বান শরীফ ও সম্মানিত রমাদ্বান শরীফ মাস এবং উনাদের প্রাসঙ্গিক আলোচনা -আল্লামা মুফতী সাইয়্যিদ শুয়াইব আহমদ

সংখ্যা: ২৬৭তম সংখ্যা | বিভাগ:

আরবী সনের অষ্টম মাস সম্মানিত শা’বান। শা’বান অর্থ শাখা-প্রশাখা। এ সম্মানিত মাসে নেক আমল বা ইবাদত-বন্দিগীর অনেক বিষয় রয়েছে তাই উক্ত নামে মাসটির নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ! বিশেষ করে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূত-পবিত্র নূরানী আহলু বাইত শরীফ ও আওলাদ আলাইহিমুস সালাম উনারা দুটি শাখায় বিভক্ত। একটি শাখার মূলে রয়েছেন সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং আরেকটি শাখার মূলে রয়েছেন সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ! উনারা যথাক্রমে সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ১২ ইমাম আলাইহিমুস সালাম উনাদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ইমাম।

স্মরণীয় যে, হিজরী ৪র্থ সনে সম্মানিত শা’বান শরীফ মাস উনার ৫ তারিখ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! আবার উনারই সম্মানিত আওলাদ সাইয়্যিদুনা হযরত ইমাম যাইনুল আবিদীন আলাইহিস সালাম যিনি সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের চতুর্থ ইমাম উনারও সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের তারিখ পবিত্র ৫ই শা’বান শরীফ। সুবহানাল্লাহ!

অতঃপর লাইলাতুম মুবারাকাহ বা শবে বরাত লাইলাতুন নিছফি মিং শা’বান তথা দুআ মুবারক কবূলের বিশেষ রাতসমূহের মধ্যে অন্যতম রাতটিও সম্মানিত শা’বান শরীফ মাস উনার মধ্যে অবস্থিত। সুবহানাল্লাহ!

সম্মানিত শা’বান শরীফ মাস উনার আরেকটি বৈশিষ্ট্য মুবারক হচ্ছেন ২৯ শে শা’বান শরীফ। সুবহানাল্লাহ! উক্ত সুমহান তারিখে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন বর্তমান যামানার যিনি সম্মানিত আহলে বাইতে রসূল, ক্বায়িম মাক্বামে রসূল, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার সম্মানিতা শাহ নাওয়াসী আল ঊলা ওয়াছ ছানিয়াহ আলাইহিমাস সালাম উনারা। সুবহানাল্লাহ!

অনুরূপ সম্মানিত রমাদ্বান শরীফ উনার পহেলা বা ১ তারিখ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন আওলাদে রসূল, গউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি। সুবহানাল্লাহ!

২ তারিখ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদুনা হযরত ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

৩ তারিখ বিছালী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আন নূরুর রাবিআহ আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!

৬ তারিখ বিছালী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!

৯ তারিখ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন আহলে বাইতে রসূল, আওলাদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম আলাইহিস সালাম সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

১৫ তারিখ বিলাদতী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ!

১৭ তারিখ বিছালী শান মুবারক প্রকাশ করেন হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি এবং হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! উক্ত একই তারিখে শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি। এছাড়াও উক্ত তারিখে ঐতিহাসিক বদর জিহাদ এবং মক্কা শরীফ বিজয় সংঘটিত হয়। সুবহানাল্লাহ!

১৮ তারিখ বিছালী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি। এবং উক্ত তারিখে সম্মানিত খিলাফত মুবারক গ্রহণ করেন সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।  সুবহানাল্লাহ!

১৯ তারিখ বিছালী শান মুবারক প্রকাশ করেন আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত আবূ শাহদামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার সম্মানিত আহলু বাইত শরীফ ও সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতীর ন্যায়। তাতে যারা উঠেছিলেন উনারা (মহা প্লাবন থেকে) মুক্তি পেয়েছিলেন। আর যারা উঠেনি তারা ধ্বংস হয়ে গেছে। (মিশকাত শরীফ)

অর্থাৎ সম্মানিত আহলে বাইতে রসূল ও আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে যারা মুহব্বত ও সন্তুষ্ট করবে তারা মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক ও সুমহান জান্নাত লাভ করবে। আর উনাদেরকে যারা অসন্তুষ্ট করবে তারা ধ্বংস বা জাহান্নামী হয়ে যাবে।

অতএব, সম্মানিত ও বরকতপূর্ণ মাস দুটিতে হযরত আহলে বাইতে রসূল ও আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ছানা-ছিফত মুবারক বর্ণনার পাশাপাশি দিন-রাত চব্বিশ ঘণ্টা যথারীতি ইবাদতে মশগুল থাকা অপরিহার্য কর্তব্য।

 

মাহে রবীউছ ছানী ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে জুমাদাল উখরা ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রজব ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে রমাদ্বান শরীফ ও তার প্রাসঙ্গিক আলোচনা

মাহে শাওওয়াল ও তার প্রাসঙ্গিক আলোচনা