খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

সংখ্যা: ১৬৩তম সংখ্যা | বিভাগ:

কাদিয়ানী রদ!

(ষষ্ঠ ভাগ)

(কুতুবুল ইরশাদ, মুবাহিছে আয’ম, বাহরুল উলূম, ফখরুল ফুক্বাহা, রঈসুল মুহাদ্দিছীন, তাজুল মুফাস্সিরীন, হাফিযুল হাদীছ, মুফতিউল আ’যম, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মাওলানা শাহ্ ছূফী শায়খ মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রণীত “কাদিয়ানী রদ” কিতাবখানা (৬ষ্ঠ খণ্ডে সমাপ্ত) আমরা মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করছি। যাতে কাদিয়ানীদের সম্পর্কে সঠিক ধারণাসহ সমস্ত বাতিল ফিরক্বা থেকে আহ্লে সুন্নত ওয়াল জামায়াতের অনুসারীদের ঈমান-আক্বীদার হিফাযত হয়। আল্লাহ্ পাক আমাদের প্রচেষ্টায় কামিয়াবী দান করুন (আমীন)। এক্ষেত্রে তাঁর কিতাব থেকে হুবহু উদ্ধৃত করা হলো, তবে তখনকার ভাষার সাথে বর্তমানে প্রচলিত ভাষার কিছুটা পার্থক্য লক্ষণীয়)।

(ধারাবাহিক)

ھم پر کنی سالوں سے وحی نازل ھو رھے ھیں اور اللہ تعالی کے کنی نشان اس کے صدق کی گواھی دے چکے ھیں اس لنی ھم نبی ھیس امر حق کے پمنچانے میں کسی فسم کا اخفا نہ ر کھنا چاھنی

আমার উপর কয়েক বছর হইতে ওহী নাজেল হইতেছে এবং আল্লাহ তায়ালার কয়েকটী নিদর্শন উহার সত্যতার সাক্ষ্য প্রদান করিয়াছে, এইহেতু আমি নবি হইতেছি। সত্য ঘটনা পৌছাইতে  কোন প্রকার গোপন রাখা উচিত নহে।

উপরোক্ত প্রমাণে বুঝা যায় যে, তিনি হজরত হারুন আলাইহিস সালাম এর ন্যায় নবী হওয়ার দাবি করিয়াছেন। ইহা হাকিকি নবী নহেত কি?

উক্ত কিতাব, ২৬৪ পৃষ্ঠায়-

میں جیسا کہ قران شریف کی ایات پر ایمان ر کھتا ھوں ایسا ھی بغیر فر ق ایک ذرہ خدا کی اس کھلی کھلی وحی پر ایمان لا تا ھوں جو مجھے جسکی سچانی اسکے متواتر نشانوں سے مجھے پر کھل گنی ھے اور مین بیت اللہ میں کھڑے ھو کر بہ قسو کھا سکتا ھوں کہ وہ پاک وحی جومیرے پر نازل ھوتی ھے وہ اسی خدا کا کلام ھے جسنے موسی علیہ السلام اور حضرت محمد مصطنی صلی اللہ عليہ وسلم پر اپنا کلام نازل کیا نھا.

 “আমি এরূপ কোরান শরিফের আয়াতগুলির উপর ইমান রাখি, এইরুপ বিনা একটু প্রভেদে উনার উক্ত স্পষ্ট স্পষ্ট অহির উপর ইমান আনি যাহা আমার উপার নাজেল হইয়াছে, যাহার সত্যতা তাঁহার ধারাবাহিক নির্দশনগুলির দ্বারা আমার নিকট প্রকাশিত হইয়াছে। আমি কা’বা গৃহে দণ্ডায়মান হইয়া এইরূপ শপথ করিতে পারি ** পাক অহি আমার উপর নাজেল হইয়াছে উহা উক্ত উনার কালাম-যিনি হযরত মুছা আলাইহিস্ সালাম হজরত ইছা আলাইহিস্ সালাম ও হজরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার উপর নিজের কালাম নাজেল করিয়াছেন।”

৪নং আরবাইন, ২৫ পৃষ্ঠা-

مجھے اپنی وحی پر ایسا ھی ایمان ھے جیساکہ توریت اور انجیل اور قران کریم پر.

“আমার নিজের অহির উপর এইরূপ ঈমান আছে- যেইরুপ তওরাত, ইঞ্জিল এবং কুরআন করিমের উপর।”

হকিকাতোল-অহি ২১১ পৃষ্ঠা

میں خدا تعالی کی قسم کھا کر کھتا ھوں کہ میں ان المامات پر اسی طرح ایمان لانا ھوں جیسا کہ قران شریف اور خدا کی دوسری کتا بوں پر اور جسطرح میں قران شریف کو یقینی اور قطعی طور پر خداکا کلام جانتا ھوں اسی طرح اس  کلام کوبھی جو میرے پر نازل ھوتا ھے خدا کا کلام یقین کرتا ھوں.

“আমি খোদা তায়ালার কছম করিয়া বলিতেছি যে, আমি এই এলহাম গুলির উপর এইরূপ ঈমান আনিয়া থাকি, যেরূপ কোরান শরিফকে নিশ্চিত ও অকাট্যভাবে উনার কালাম জানি, এইরূপ উনার কালাম আমার উপর নাজেল হইয়াছে, উহা খোদার কালাম বলিয়া বিশ্বাস করি।”(অসমাপ্ত)

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন- কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”

খতমে নুবুওওয়াত প্রচার কেন্দ্র খতমে নুবুওওয়াত অস্বীকারকারীরা কাফির “ইসলামী শরীয়তের হুকুম মুতাবিক যারা মুসলমান থেকে খতমে নুবুওওয়াত অস্বীকারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় যেমন-  কাদিয়ানী, বাহাই ইত্যাদি তাদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন এরপর তওবা না করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।”