-মুহম্মদ সাদী
পূর্ব প্রকাশিতের পর
সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক সাক্ষাতে উনার দু’জন মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহিমা উনাদের একাধিকবার আগমন
২। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার শান মান, মর্যাদা ও মাক্বাম উনাদের সীমাহীন উচ্চতা। সুবহানাল্লাহ!
৩। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার প্রতি হযরত শায়েখ আলাইহিস সালাম উনার একান্ত মুহব্বতজনিত আকর্ষণ। সুবহানাল্লাহ!
৪। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সম্মানিত পিতা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
৫। ফায়িজ-তাওয়াজ্জুহ এবং মুহব্বত-মা’রিফাত উনাদের পারস্পরিক লেনদেন। সুবহানাল্লাহ!
৬। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাকে এই মর্মে মুবারক সংবাদ জানাতে যে, উনার বুযূর্গ সন্তান তিনি হবেন মুজাদ্দিদ, হবেন সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, হবেন আন নি’মাতুল কুবরা আলাল আলাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, কুতুবুল আলম, সুলত্বানুল আরিফীন, শাইখুত তরীক্বত, গাউছে জামান, হযরত মাওলানা শাহ ছূফী আবূ নজম মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি তিনিও ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, মুসতাজাবুদ দা’ওয়াত, মিছদাকে কুরআন ওয়াল হাদীছ, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামাত, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার মুবারক সান্নিধ্যে পবিত্র রাজারবাগ দরবার শরীফে একাধিকবার মুবারক তাশরীফ গ্রহন করেন। সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, ন’ হুযূর ক্বিবলা হযরতুল আল্লামা শাহছূফী, আবূ নজম মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি তিনি কেনো পবিত্র রাজারবাগ দরবার শরীফে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক সান্নিধ্যে মুবারক তাশরীফ এনেছেন, তা আমরা জানিনা।
তবে সাইয়্যিদুনা হযরত মাওলানা আবূ নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার মুবারক সান্নিধ্যে আগমনের যে জাহিরী কারণগুলো ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে, এ ক্ষেত্রেও একই মুবারক কারণগুলো প্রযোজ্য বলে আমরা মনে-প্রাণে বিশ্বাস করি। অবশ্য আলোচ্য যাহিরী কারণ ছাড়াও আরো বহুবিধ বাতিনী কারণ রয়েছে, যা আমরা জানিনা। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত মাওলানা আবূ নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী, ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি এবং ওলীয়ে মাদারযাদ, সাইয়্যিদুনা হযরতুল আল্লামা আবূ নজম মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনাদের বিশিষ্ট খলীফা, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার মুবারক সান্নিধ্যে আগমনের বহুবিধ কারণের মধ্যে আমাদের বোধগম্য মুবারক যে কারণ তা হলো, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার কারামত-সমৃদ্ধ মর্যাদা ও মাক্বাম সীমাহীন উচ্চতায়। সুবহানাল্লাহ!
অপরদিকে তিনি হলেন পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, মু’জিযায়ে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজ্জাতুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মহা-সম্মানিত পিতা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
নিঃসন্দেহে, বিনা দ্বিধায়, দৃঢ় প্রত্যয়ে বলা যায় যে, মুবারক এ বিষয়টি উনারা দু’জন মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহিমা ইলহাম ও ইলকায়, বিশেষ করে আখিরী রসূল, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট থেকে উনারা সরাসরি অবহিত হয়েছিলেন। সুবহানাল্লাহ! (চলবে)
একজন কুতুবুয যামান উনার দিদারে মাওলার দিকে প্রস্থান-১১৬ -মুহম্মদ সাদী