ক্বওল শরীফ

সংখ্যা: ১৮৮তম সংখ্যা | বিভাগ:

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ উনার

পবিত্র কালাম শরীফ

পরম পবিত্র মহামহিম আল্লাহ পাক যিনি স্বীয় হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম (বাইতুল্লাহ শরীফ) থেকে মসজিদুল আক্বসা (বাইতুল মুক্বাদ্দাস) পর্যন্ত।

 

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ

নামায হচ্ছে মু’মিনদের মি’রাজ। অর্থাৎ নামাযের মাধ্যমে প্রকৃত মু’মিনগণ আল্লাহ পাক-এর দিদার লাভ করে থাকেন।

যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার

পবিত্র ক্বওল শরীফ

প্রত্যেক মুসলমান নর-নারীর উচিত মাহে রজবের হুরমত রক্ষার্থে সমস্ত প্রকার নাফরমানীমূলক কাজ  থেকে তওবা-ইস্তিগ্ফার করে আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দিদার লাভের জন্য উনাদের আদেশ-নিষেধসমূহ পরিপূর্ণরূপে পালন করা।

শুরুর কথা

সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম ও ইদৈ আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, ইমামুল আ’ইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হুজ্জাহুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, ইমাম রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ক্বওল শরীফ যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারী ॥ আর কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারীরা কাফির যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারী। আর কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারীরা কাফির

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ