যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী এর বেমেছাল তাজদীদ সম্পর্কে এবং তাঁর আলোড়ন সৃষ্টিকারী ক্বওল শরীফ সম্পর্কে জানতে হলে নিয়মিত সংগ্রহ করুন দৈনিক আল ইহসান

সংখ্যা: ১৬৭তম সংখ্যা | বিভাগ:

        “নির্বাচন কমিশন ধর্মব্যবসায়ী মাওলানাদের দ্বারা প্রতারিত, প্ররোচিত ও বিভ্রান্ত। মসজিদে মসজিদে ছবি তোলার পক্ষে প্রচারণা চালানো চক্রান্ত কুফরী ও শক্ত গুনাহ। জরুরী অবস্থার মধ্যে ইসলাম প্রবেশ করানো যাবে; কিন্তু জরুরী অবস্থা ইসলামের মধ্যে প্রবেশ করানো যাবেনা।” (দেখুন- দৈনিক আল ইহ্্সান, ৯জুন/২০০৭ ঈসায়ী সংখ্যা)

        খেলাধুলাকে জায়িযকারী মাওলানারা উলামায়ে “ছূ” তথা ধর্মব্যবসায়ী মাওলানা। তাদের পিছনে নামায পড়া হারাম। নামায পড়ে থাকলে দোহরায়ে পড়া ওয়াজিব। (দেখুন দৈনিক আল ইহ্সান, ১২ই জুন/ ২০০৭ ঈসায়ী)

        এক বঙ্গবন্ধু খুনীর যদি ৩২ বছর পর বিচার হতে তবে লক্ষ লক্ষ বঙ্গসন্তান হত্যাকারী, ধর্ষণকারী এবং তাদের মাল-সম্পদ লুণ্ঠনকারী খারিজী, দেওবন্দী এবং জামাতী, রাজাকার, আলবদর হোতা- গো-আযম, নিজামী, মুজাহিদ-এর বিচার হবে না কেন? (দেখুন দৈনিক আল ইহ্্সান, ২১ জুন/ ২০০৭ ঈসায়ী)

        ভারতের জমিয়েতে উলামায়ে হিন্দ ধর্মব্যবসায়ী দল তথা ঐতিহ্যগত কংগ্রেসের দালাল প্রতিভা পাতিলকে সমর্থন করে তারা প্রকাশ্য কুফরী করেছে। (দেখুন দৈনিক আল ইহসান, ২৪জুন/২০০৭ঈসায়ী)

        ইসলামের দৃষ্টিতে ‘নাইট’ একটি ঘৃণিত খেতাব। মুরতাদ রুশদী নাইট উপাধি গ্রহণ করায় সে ইসলাম বিদ্বেষী ইহুদী ও খ্রিস্টানদের চিহিত গোলাম হিসেবে প্রমানিত হয়েছে। ইহুদী-খ্রিস্টানদের ঘৃণ্য এজেন্ট মুনাফিক লাদেনকে সাইফুল্লাহ উপাধি দান করে ও ব্রিটিশ রাণীর কুশপুত্তলিকা দাহ করে অজ্ঞ মহল ও ধর্মব্যবসায়ীরা তাদের অজ্ঞতা ও ধর্মহীনতা জাহির করছে। তাদের কারণেই ইহুদী ও খ্রিস্টান তথা বিধর্মীরা সুযোগ লাভ করেছে। (দেখুন- দৈনিক আল ইহ্সান, ২৬জুন/২০০৭ঈসায়ী)

        “মসজিদে ছবি তোলার কথা বলতে হলে গির্জায় হযরত ঈস আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহাস সালাম-এর বিরুদ্ধে এবং ইহুদী উপাসনালয়ে হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত উজাইর আলাইহিস্ সালাম-এর বিরুদ্ধে এবং মন্দিরে হিন্দুদের দেবদেবীর বিরুদ্ধে ও মঠে গৌতম বুদ্ধের বিরুদ্ধে বলতে হবে।” (দেখুন- দৈনিক আল ইহ্সান, ২৮ জুন/২০০৭ ঈসায়ী)

        লাকি থারটিন, আনলাকি সেভেন আর লাকি সেবেন, আন লাকি থারটিন নয় (দেখুন- দৈনিক আল ইহ্সান ১ জুলাই/২০০৭ঈসায়ী)

পবিত্র ১৯ শে রমাদ্বান শরীফ বাংলা ভাষার আজাদী দিবস পালন করা কেন জরুরী

প্রশাসনের প্রতি জ্ঞাতব্য বিষয় সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, বার্তা সম্পাদক, চীফ রিপোর্টার এবং সংশ্লিষ্ট রিপোর্টার-এর দৃষ্টি আকর্ষণ জঙ্গিবাদ, মৌলবাদসহ তাবত ধর্মব্যবসায়ী তথা জামাত শিবিরের মূলোৎপাটনকারী- ‘আল বাইয়্যিনাত’ ও ‘আল ইহসান’-এর শক্ত অবস্থান স্পষ্টকরণ এবং জঙ্গিবাদ বিরোধী ‘আল বাইয়্যিনাত’ সম্পর্কে বর্তমান রাষ্ট্রপতি, স্পিকারসহ বিভিন্ন মন্ত্রীর মূল্যায়ন অবগত করণ। এবং সেই সাথে ‘আল বাইয়্যিনাত’-এর বিরুদ্ধে অপবাদ রটনাকারী হাফিজুর রহমান গংয়ের মিথ্যা ষড়যন্ত্রের আসল ঘটনা ব্যক্তকরণ ও এ সম্পর্কিত পুলিশ প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রকাশ।

শোক সংবাদ: সাইয়্যিদাতুন নিসা, সুলতানাতুল আরিফীন, কুতুবুল ইরশাদ, কুতুবুল আক্বতাব, আওলাদে রসূল মুহতারামা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি বিছাল শরীফ লাভ করেছেন

আমীরুল মু’মিনীন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী আলাইহিস সালাম তিনি নিঃসন্দেহে আল্লাহ পাক উনার খাছ ওলী উনার প্রতি অপবাদকারী যালিম গং নিঃসন্দেহে গুমরাহ, বাতিল, লা’নতপ্রাপ্ত, জাহান্নামী ও সুন্নী নামের কলঙ্ক রেজাখানীরা আয়নায় নিজেদের কুৎসিত চেহারা দেখে নিক ॥ ইসলামী শরীয়ার আলোকে একটি দলীলভিত্তিক পর্যালোচনা-১২

আহলান-সাহলান! সুমহান পহেলা শাওওয়াল!! মুবারক হো ঈদে বিলাদতে তাহিরাহ, তাইয়িবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুক্বাহ, তাওশিয়াহ, তাকরীমাহ, তাক্বিয়্যাহ, তাযকীয়্যাহ, নূরে হাবীবা, লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম, কুতুবুল আলম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল, হযরত শাহযাদী উলা ক্বিবলা আলাইহাস সালাম