শোক সংবাদ: সাইয়্যিদাতুন নিসা, সুলতানাতুল আরিফীন, কুতুবুল ইরশাদ, কুতুবুল আক্বতাব, আওলাদে রসূল মুহতারামা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি বিছাল শরীফ লাভ করেছেন

সংখ্যা: ২০৮তম সংখ্যা | বিভাগ:

“নিশ্চয় আল্লাহ পাক উনার ওলীগণ মৃত্যুবরণ করেন না, বরং ওনারা অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসের দিকে প্রত্যাবর্তন করেন।” (হাদীছে কুদসী শরীফ)

প্রসঙ্গত: মহান আল্লাহ পাক উনার যমীনে অন্যতম সর্বশ্রেষ্ঠা ও সুমহান মহিলা ওলীআল্লাহ, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, নুরে মুকাররম, কুতুবুল আলম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সুমহান সম্মানীতা আম্মাজান, ক্বায়িম-মাক্বামে হযরত আমিনা আলাইহাস সালাম, উম্মুল খায়ের, সাইয়্যিদাতুন নিসা, মাখযানূল মা’রিফা, ত্বহিরা ওয়াত ত্বইয়িবা, ফাক্বীহা, ছালিহাহ, হাবীবাতুল্লাহ, হাবীবাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি গত ২৫শে শাওওয়াল ১৪৩২ হিজরী রোজ শুক্রবার দিবাগত রাত অর্থাৎ শনিবার রাত ১০ : ৫৫ মিনিটে রাজারবাগ শরীফ-এ মহান আল্লাহ পাক উনার সুমহান দিদারের উদ্দেশ্যে পবিত্র বিছাল শরীফ লাভ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাক উনার ওলীগণ ইন্তিকাল বা মৃত্যুবরণ করেন না। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক  তিনি হাদীছে কুদসী শরীফ-এ বলেন, “নিশ্চয় আল্লাহ পাক উনার ওলীগণ মৃত্যুবরণ করেন না, বরং উনারা অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসের দিকে প্রত্যাবর্তন করেন।” কাজেই ওলী আল্লাহগণের ইন্তিকাল হচ্ছে, আল্লাহ পাক উনার সাথে মিলন সেতু বা মহান আল্লাহ পাক উনার সুমহান দীদার লাভের মাধ্যম।

আবার হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের মত আল্লাহ পাক উনার ওলীগণ উনাদের আগমন এবং বিছাল শরীফ উভয়টিই সব উম্মতের জন্য তথা কায়িনাতের জন্য বেমেছাল ফযীলত, ইতমিনান রহমত হাছিল এবং খুশির কারণ।

মহান আল্লাহ পাক তিনি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনার শানে কালাম পাক-এ ইরশাদ করেন, “উনার প্রতি শান্তি সালাম অবারিত ধারায় বর্ষিত হোক যেদিন তিনি দুনিয়ায় আগমন করেন অর্থাৎ বিলাদত শরীফ লাভ করেন ও যেদিন তিনি বিছাল শরীফ লাভ করেন আবার যেদিন তিনি জীবিত অবস্থায় পুনরুত্থিত হবেন।” সুবহানাল্লাহ!

উল্লেখ্য, ক্বায়িম-মাক্বামে হযরত আমিনা আলাইহাস সালাম, উম্মুল খায়ের, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি হচ্ছেন ওলীয়ে মাদারযাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানীত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানীতা আহলিয়া। আল্লাহ পাক ও উনার মহান হাবীব, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টির উদ্দেশ্যে জীবনের প্রতিটি মুহূর্ত তিনি ছিলেন ওলীয়ে মাদারযাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার বেমেছাল খিদমতে নিবেদিত।

বেমেছাল তাক্বওয়া, পরহিযগারী তথা আত্বকান নাছ হওয়ায় অর্থাৎ  চরম-পরম, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ট মাক্বাম তথা মর্যাদা-মর্তবার অধিকারী হওয়ার ফলে যমীনে রেখে গেছেন আল্লাহ পাক উনার যমীনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, বর্তমান বিশ্বের সোয়া তিনশ কোটি মুসলমানের একমাত্র ইমাম, বর্তমান পনের হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ তথা মুজাদ্দিদে আ’যম, কুতুবুল আলম, গাওছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, হাবীবুল্লাহ, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ-এর মহান মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে। সুবহানাল্লাহ!

আরো রেখে গেছেন হযরত নাক্বিবাতুল উমাম আলাইহাস সালাম উনাকে, হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনাকে, হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাকে, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে, হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম উনাকে, হযরত সাইয়্যিদাতুল উমাম আলাইহিমাস সালাম উনাদেরকে। সুবহানাল্লাহ!

হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালামগণ উনাদের মত মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বরকতময় সুমহান জীবনে সুখে-দুঃখে, সম-আনন্দে, সম-বেদনায়, তাজদীদী কাজে সাহায্য-সহযোগিতায় এবং দ্বীন ইসলামের জাহির-বাতিন আঞ্জামে, সহ-মর্মিতায় তথা খিলাফত আলা মিনহাজীন নুবুওওয়ত-এর ভিত প্রতিষ্ঠায় মাখযানূল মা’রিফা, ত্বহিরা ওয়াত ত্বইয়িবা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি সার্বক্ষণিকভাবে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে অনুপ্রেরণা যুগিয়েছেন, উনার পাশে ছিলেন ছায়ার মতো।

অর্থাৎ সর্বক্ষেত্রে ক্বায়িম-মাক্বামে হযরত আমিনা আলাইহাস সালাম, উম্মুল খায়ের, সাইয়্যিদাতুন নিসা, মাখযানূল মা’রিফা, ত্বহিরা ওয়াত ত্বইয়িবা, ফাক্বীহা, ছালিহাহ, হাবীবাতুল্লাহ, হাবীবাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার কোন মেছাল নেই, উনি বেমেছাল বরং উনার মেছাল স্বয়ং তিনি নিজেই। সুবহানাল্লাহ!

আমীরুল মু’মিনীন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী আলাইহিস সালাম তিনি নিঃসন্দেহে আল্লাহ পাক উনার খাছ ওলী উনার প্রতি অপবাদকারী যালিম গং নিঃসন্দেহে গুমরাহ, বাতিল, লা’নতপ্রাপ্ত, জাহান্নামী ও সুন্নী নামের কলঙ্ক রেজাখানীরা আয়নায় নিজেদের কুৎসিত চেহারা দেখে নিক ॥ ইসলামী শরীয়ার আলোকে একটি দলীলভিত্তিক পর্যালোচনা-১২

আহলান-সাহলান! সুমহান পহেলা শাওওয়াল!! মুবারক হো ঈদে বিলাদতে তাহিরাহ, তাইয়িবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুক্বাহ, তাওশিয়াহ, তাকরীমাহ, তাক্বিয়্যাহ, তাযকীয়্যাহ, নূরে হাবীবা, লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম, কুতুবুল আলম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল, হযরত শাহযাদী উলা ক্বিবলা আলাইহাস সালাম

বিশেষ প্রবন্ধ: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত নিসবত মুবারকই মুহব্বত-মা’রিফাত, কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারকসহ সমস্ত কিছুর মূল, কাজেই যে যতটুকু উনার সম্মানিত নিসবত মুবারক হাছিল করতে পারবে, সে ততটুকু কামিয়াবী হাছিল করবে

বিশেষ কলাম: পবিত্র লাইলাতুন নিছফি মিন শা’বান মশহূর পবিত্র শবে বরাত এবং উনার আমলসমূহ বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত হওয়া প্রসঙ্গে-পবিত্র লাইলাতুন নিছফি মিন শা’বান সম্পর্কে বর্ণিত হাদীছ শরীফ একদম ছহীহ- এ বিষয়ে সকল আসমাউর রিজাল বিশারদগণ একমত

বিশেষ কলাম: ছবি, মূর্তি-ভাস্কর্য ও বাদ্যযন্ত্র নিশ্চিহ্ন করা, ভেঙ্গে ফেলা খাছ সুন্নত তো অবশ্যই, বরং ফরযে আইন। কেননা এগুলো তৈরি করা ইবলীস শয়তানের কাজ যারা মহান আল্লাহ পাক উনার সৃষ্টির সদৃশ্য কোনো প্রাণীর মূর্তি-প্রতিমা, ভাস্কর্য ও ছবি তুলবে, আঁকবে বা বানাবে তাদেরকে ক্বিয়ামতের দিন ওইগুলোর মধ্যে প্রাণ দিতে বলা হবে, কিন্তু তারা তাতে প্রাণ দিতে কখনোই পারবে না, বরং মহান আল্লাহ পাক তিনি সেগুলোর মধ্যে প্রাণ দিয়ে প্রস্তুতকারীকে কঠিন শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ! (১ম পর্ব)