আল বাইয়্যিনাত উনার দলীলের বলে, তামাম বাতিল রহে পদতলে-১১০

সংখ্যা: ২২৭তম সংখ্যা | বিভাগ:

প্রতি মুসলিম রাহবার,

জাগ্রত দ্বীনদার।

উদ্ধারী মোরা পৃথিবী পাথার খিলাফতে সাজাবার,

জোচ্চুরী মোরা ছনছারী রাখি ইসলামী খ্যাতিয়ার।

মোরা মুসলিম জাত পুরো কায়িনাত করছি খবরদারী,

কুরআন হাদীছ ইজমা ক্বিয়াসে হরদম নূরে নূরী।

কই দুশমন তারা অন্ধকার পড়ে চমকায় চারিধার,

ইবলিস তার তালবিস জুড়ে রহে রহে একাকার।

হায় ধুরন্ধর,

চির মরদুদ গোপনে গোপনে চাল করে বহুতর।

মুসলিমী শান করতে বিরান ছল চালে শয়তান,

তাগুতবাদীরা এক হয়ে রয় পৃথিবীর ময়দান।

কূটকৌশলে রাখছেই হিলে ইসলামী মাস্তুল,

রেখে হয়রান কাটছে ঈমান বরবাদে দুই কূল।

করে ইহানত সদা আলবত হুজ্জতে বারে বারে,

দিয়ে দুর্যোগ ভজে দুর্ভোগ হিল্লোলে মিছমার।

বহুদা বেহুদা আলাদা আলাদা হাজার ফিরক্বা গড়ে,

হায় হায় হায় হয়ে অসহায় কাফিরের হাতে মরে।

বিলাসী জীবন করছেই গ্রহণ কেন আজ মু’মিনীন,

অলস গুহায় কেন যে ঝিমায় থেকে থেকে দ্বীনহীন।

এ কোন অমোঘ সঞ্চালনে রোগ ইসলামী দেহময়,

কোথায় ইলাজ রহে যে বিরাজ দারাজীতে গেহসয়।

ওরে পৃথিবীর তামাম বীর ইসলামী বাহাদুর,

দেখ দেখ চেয়ে জাহির হলেন খলীফায়ে মানছূর।

খলীফাতুল উমাম জগতে আওয়াম খোদ হয়ে ইহসান,

করেন দুর্বল ঈমান বলীয়ান তরে চৌদিকে আহবান।

নিষ্প্রাণগিরি দাও ছেড়ে দাও আয় ছুটে খানকায়,

তব মিনহাজ মানছূরী নাজ ভেবে রেখ আক্বীদায়।

আহা চীন ফিলিপাইন আমেরিকাসহ পাক আফগান জুড়ে,

খাচ্ছেই মার সহে ব্যভিচার নতজানু ছায়া ধরে।

বিশ্বাস কর ওরে ও মু’মিন এক হয়ে মুশরিক,

অসহায় করে মুসলিম মারে, উল্লাসে যিন্দিক।

ওরে মুসলিম তুমি কেন খাও মার, প্রগতির সংসদে?

শোনো, তুমি পাহলোয়ান দায়িমান জাত জাগ্রত মসনদে।

আজ পৃথিবীর প্রতিকূল জুড়ে মুসলিমী বসবাস,

তবু হাবা হয়ে হায় রহ রহ ভয়ে ঈমানের উপবাস।

ওই মিসর সিরিয়া তিউনিসিয়া তুর্কি ফিলিস্তিন,

ঈঙ্গ ও রোম কাশ্মীর বুকে কেন কাঁদে মু’মিনীন।

দেয় বিশ্ব কাফির কুফরী মন্ত্র মুসলিমী অন্তরে,

অনায়াসে হায় নিস্তেজ রাখে নিত্য ধরার পুরে।

ওরে মুসলিম চোনা হে ইমাম, লও লও ছোহবত,

শোনো হে উক্তি এতেই মুক্তি, সরে যাবে যোহমত।

লও চিনে লও ওরে বিশ্বাসী, ইমামী চরিত খান,

কোন সে ইমাম স্বয়ং কারাম, ইসলামী খাইরান।

কহিবো এবার সীরত উনার শুকরিয়া শুকরিয়া,

মানছূরী নূর রহেন সুরাসুর নববী নেওয়াজ নিয়া।

তিনি তো মহান শাহী মেহমান সাইয়্যিদী মারজান,

তিনি তো আমান ইসলামী দান জাইয়্যিদী আরমান।

তিনি মুজাদ্দিদ নেশে মুলহিদ, জাগান দ্বীন ইসলাম,

তিনি মাহিউল বিদয়াত, দারাজাতে রন দায়িমীতে আঞ্জাম।

সুন্নী সাইয়্যিদ উনার ওয়ালীদ ইহসানে আলামীন,

তিনি মহাবীর শাহ সুলতান শওক্বতে ছাদিক্বীন।

শোন ওরে শোন মুসলিম জাতি শাওওয়ালের ইতিহাস,

এই শাওওয়ালে নিয়ামত মিলে জান্নাতী ফরমাশ।

মোদের মুর্শিদী নিকাহী শরীফ ঊনিশে শাওওয়াল কহি,

শোনো ইবারত বড়ই মহৎ রহমতে ভরা ছহী।

উম্মুল মু’মিনীন রসূলী শিরীন ইসলামী ইরহাম,

তিনি হুমায়রা ‘মা’ ছিদ্দীক্বা আলাইহাস সালাম।

একুশে শাওওয়াল কামালে কামাল উনার নিকাহী দিন,

খুশিতে উজালা হাবীবে মাওলা শাওওয়ালেই সমাসীন।

ফের বাইশে শাওওয়াল খুশিতে উত্তাল শোনহে মুসলমান,

নাক্বীবাতুল উমাম নিবরাসাতুল উমাম নিকাহীতে মহীয়ান।

খুশির খুশবু কায়িনাতে পুরো শাওওয়ালে পূর্ণ রহে,

এই আক্বীদায় ফায়দা মিলছে, মীলাদ পড় হে গৃহে।

রহমত আর বরকত জুড়ে শাওওয়াল যে আযীমান,

জান সালামত কহি আলবত রহে রহে খাইরান।

এই মাহে ফের শোকটিও বহে রহমতি ফাল্গুনে,

মহীয়সী এক আওরতী শশী চমকেন আসমানে।

পঁচিশে শাওওয়াল লভেন বেছাল পাক দাদী মহীয়সী,

দীদারে খোদায় রহেন সদায় আখাচ্ছুল উর্বশী।

ওদিন, যাহিরী যদিও দেখাচ্ছে শোক, হাক্বীক্বতে রহমত,

লভেন, ত্বহিরা, ত্বয়্যিবা মারহাবা, দায়িমীতে যিয়ারত।

ওরে ও মু’মিন বলরে আমীন শাওওয়ালের মুনাজাতে,

সবে আলবত লইবো শপথ সফলের সওগাতে।

তামাম তাগুত তাবা করে দিতে রহি রহি ঐক্যতে,

কবুল করুন মাওলা মোদের আবাদুল মর্জিতে।

-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৫

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৬

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৭

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৮

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৯