আল বাইয়্যিনাত উনার দলীলের বলে, তাগুতীরা রহে পদতলে-১২০

সংখ্যা: ২৩৭তম সংখ্যা | বিভাগ:

পবিত্র যিলজ্জ,

পৃথিবী মাঝেই, যোজন করেন, অনন্ত আমুরয।

আগত হজ্জকে স্বাগত জানাতে এ মাহেই প্রস্তুতি,

মহান আল্লাহ উনার হুকুম মানার যিলহজ্জ রহমতী।

জগৎ আলবত ছেড়ে বদবখত, হজ্জ রাহে পারাবার,

মু’মিন-মু’মিনা রহেন দিওয়ানা, ইলাহীতে একাকার।

এ মাহে যিলহজ্জ কুরবানী ঈদ মু’মিনী হৃদয়ে দোলে,

আইয়ামে তাশরীক জজবা যোগায় সচেতন উজ্জ্বলে।

কুরবানী দেন অনুগত হয়ে হুকুম তামিল বেলা,

গোটা পৃথিবী উছলে উঠিছে, রহমতী দ্বারা খোলা।

ফের আজ পৃথিবীর চৌদিক হেরি, দুর্যোগী হুঙ্কার,

পাপাচারে হায়, হাবুডুবু খায়, ইনসানী সমাচার।

ওই সউদী বাদশাহ ওহাবী মতেই হজ্জ করে পয়মাল,

লক্ষ লক্ষ ছবি তুলে তারা হাজী রাখে বেশামাল।

মহাসম্মানিত কুরআন ও হাদীছে রহিয়াছে পয়গাম,

ছবি আঁকা রাখা, কাট্টা হারাম, দোযখেই পরিণাম।

ফের চন্দ্র তারিখ করছে বদল ইহুদীর কুটচালে,

শূন্য চন্দ্র, গুণছে হিসাব, বিলকুল রহে ভুলে।

পবিত্র হজ্জ, উনার সকল, ফরয-ওয়াজিবগুলা,

সুন্নাহসহ সব কিছুতেই গোলে মালে দেয় ধুলা।

কুখ্যাত ওই কাট্টা ইহুদী, সউদী বাদশাহ নিজে,

তাদের গোষ্ঠী মূলেই ইহুদী, মেকী মুসলিম সাজে।

আজকে মু’মিন, রহে গমগীন, বেদিশার ময়দানে,

নিস্তেজ আহা নিস্তেজ হয়ে গুজরায় দিন গুণে।

কোথা শরাফত, কোথা আমানত, কোথা সে মুহব্বত,

রহে আল কালামী কবুল হারায়ে পুরোপুরি বদবখত।

আজ দুর্যোগ, গ্রহে উদ্যোগ, ধ্বংসাতে সাধুবাদ,

আজ তাগুতের অগ্রযাত্রা, গ্রহে শুধু আহলাদ।

মস্ত মস্ত বুলি আওড়িয়ে, গরম রাখছে মাঠ,

মস্ত মস্ত কিতাব সাজায়ে, শুধু যে কেবল পাঠ।

প্রতারক বড় নেয়ামক হলো, আধুনিক দুনিয়ায়,

অসহায় শুধু করে হায় হায় একা একা আঙ্গিনায়।

পরিণাম বড় ভয়াবহ আজ মুসলিম দেশে দেশে,

ঐক্য আক্বীদা হচ্ছে বেহুদা, কোন্দলে উচ্ছ্বাসে।

আহা ঈমানের হাল, হয় পয়মাল, মনগড়া ফিরকায়,

সৌর্য সূর্য ডুবুডুবু হেরি, আঁধারে ঘিরছে হায়।

এহেন সুযোগে তাগুতবাদীরা রহেনা কো আর বসে,

বিবিধ চক্রে মুসলিমী ক্বওম রাখছে সহজে ঠেসে।

মক্কা শরীফ ও মদীনা শরীফ ওহাবী তন্ত্রে বাঁধা,

ওহাবী সদস্য ইহুদী পোষ্য লাগালো গোলোক ধাঁধাঁ।

ফিলিস্তিনের প্রশাসন পুরো ইহুদী-নাছারা হাতে,

খেলনা পুতুল কহি বিলকুল, ভুলখানি নেই এতে।

হামাস আইএস শিয়া হিযবুল, সবাই ইহুদী চর,

মুসলিম ব্যানারে ইহারা রহিছে, হাক্বীক্বতে বর্বর।

ওই আজকে মিশর, সিরিয়াসহ সউদী ফিলিস্তিন,

মূলকে আরব, রইছে নীরব, সকলে ঈমানহীন।

মুসলমানেরে মারছে কাফির, পাখির মতোই ওরে,

কুল-মুসলিম হিমশিম খেয়ে লকুায় ভিতুর ঘরে।

ওই ইহুদী পোষ্য আইএস, হামাস শিয়া সন্ত্রাসী ভেজে,

মেকীর জিহাদ করেই চলছে, মারছে মু’মিন খুঁজে।

হায় মা-বোনদের সম্ভ্রমখানি, লুটে লয় হায়েনারা,

করে ঘরবাড়ি সব গুড়াইয়া হায় বোমা মেরে সবহারা।

আহা কেউ নেই মুসলিম পাশে, কেঁপে উঠে ইনছাফ,

ওই উস্কানিতেই নগণ্য কিছু তরুণেরা দেয় লাফ।

সেই উস্কানি, হামাস আইএস শিয়া ওহাবীর ডাক,

রয় তারা ইহুদীর মনোরঞ্জনে হাত বেঁধে নির্বাক।

চোখের সামনে নিরীহ মু’মিন শহীদী কাতারে ঢলে,

প্রতিবাদ বেলা মুসলিম দেশ ইহুদী পক্ষে বলে।

এ কোন হাল? তাল বেতাল, ওরে ও মু’মিন ভাই,

জিহাদী মাঠে, শূন্যতা ঘটে, মুজাহিদ কেহ নাই।

লুকে লুকে হায় বড় বুলি কয় মুসলিম বড় বীর,

নাহি ডরি মোরা একটুও থোরা কভু নহি অস্থির।

কাফির মুশরিক, দুর্বল ঠিক, তারা যে ভিতুর জাত,

মোরা মুসলিম গুঁড়ো করে দিবো কাফিরের বিষদাঁত।

এসেছে সময় কহি নিশ্চয় চাহি চাহি লড়িবার,

তামাম কাফির আনায়ে হাজির করে দিতে ছনছার।

পহেলা চিন হে! কে তব শত্রু কুরআন হাদীছ মতে,

কে মুনাফিক খোঁজ হে সঠিক অবহেলা নেই এতে।

এ দুই শত্রু কভু না মিত্র জেনে লও মু’মিনান,

উপরে বন্ধু নেপথ্যে নিন্দু, গ্রহে লও একিনান।

গোড়া কেটে এরা আগায় ঢালছে বিশুদ্ধ পানির ঝর,

দেখি গর্দান কেটে ত্রাণ যে পাঠায় প্রতারণায় নির্ভর।

তাই ওরে ভাই সচেতন হও থেকো না শুয়েই আর,

ওই ঐক্যের ডাক, দিচ্ছেন আজ, মুসলিমী সরদার।

করেন উদ্ধার, সেই সরদার, ইমামুল উমাম তিনি,

তামাম বিশ্ব আয়ত্তে উনার, কহিতেছি লও শুনি।

শব্দার্থ: আমুরয্- ক্ষমা, ক্ষমাশীল।

-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৫

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৬

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৭

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৮

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৯