ইসলামী বিশ্বকোষের আলোকে বালাকোট যুদ্ধের ইতিহাস- (৪)

সংখ্যা: ৯৮তম সংখ্যা | বিভাগ:

এদিকে যখন জানা গেল যে, শিখ সেনাপতি শের সিং বিরাট এক বাহিনী লইয়া পাখলী নামক স্থানে পৌঁছিয়া গিয়াছে, তখন উক্ত বাহিনী কোন দিকে অগ্রসর হয় তাহা দেখিয়া শুনিয়া পরবর্তী করণীয় স্থির করা আবশ্যক বলিয়া বিবেচিত হইল। হযরত সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনি শের সিং-এর বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত না হইয়াই সম্মুখে কাশমীরের দিকে অগ্রসর হইতে পারিতেন; কিন্তু তিনি এইরূপ করিলে উহার সুযোগে শিখ বাহিনী হযরত সাইয়্যিদ আহমদ শরীফ রহমতুল্লাহি আলাইহি উনার সহিত ধর্মীয় ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পৃক্ত এতদঞ্চলের খানদিগকে জুলুম-অত্যাচারের শিকার বানাইত। তাই তিনি উল্লিখিত খানদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হাযারা জিলাতেই অবস্থান করা সমীচীন মনে করিলেন। তিনি যখন শুনিতে পাইলেন যে, শের সিং ভূগাড়মুঙ্গ গিরিপথ আক্রমণ করিবার পরিকল্পনা করিয়াছে, তখন তিনি নিজে রাজ দাওরান হইতে সাচ্চূণ পৌঁছিলেন এবং শাহ ইসমাঈল শহীদ রহমতুল্লাহি আলাইহি উনাকে বালাকোটে পাঠাইয়া দিলেন। (অসমাপ্ত)

-মুহম্মদ নূরুল আলম, ঢাকা।

মতামত বিভাগ

মতামত বিভাগ

তিনি কি শের-ই-বাংলা, না শের-ই-মুনাফিক (২)

একই অঙ্গে বহুরূপে সজ্জিত, বিকৃত মস্তিস্ক সম্পন্ন স, আ, ত, ম আলাউদ্দীনের বিকৃত রুচি সম্পন্ন লিখার প্রতিবাদে

মিযানরূপী ভন্ড জলীল নিজেই প্রচার করলো সে ও তার গুরু রেযা খাঁ কাফির