কবিতা: আল বাইয়্যিনাত উনার দলীলের বলে, বাতিলবাদীরা রহে পদতলে-১২৫

সংখ্যা: ২৪২তম সংখ্যা | বিভাগ:

কবিতা:

আল বাইয়্যিনাত উনার দলীলের বলে, বাতিলবাদীরা রহে পদতলে-১২৫


 

হযরত সাইয়্যিদা যাহরা উম্মু আবীহা আলাইহাস সালাম,

শ্রেষ্ঠা হাবীবা মাহবুবা তিনি রব্বানি ইনআম।

তিনি সাইয়্যিদাতুন নিসা সূর্য ইসলামী ময়দানে

তিনি খাতুনে জান্নাত শরাফাত প্রতিক্ষণে ।

 

তিনি বেমেছাল নারীকুলে

তিনি আদর্শ নূরী ভালে।

ত্যাগ মহিমার তিনি প্রতীক,

আবাদুল আবাদ তারও অধিক।

 

তিনি তাক্বওয়া তুর্য সোপান সামসুন,

তিনি নারীদের নূরী প্রদীপ অনন্ত মসনুন।

তিনি বিশে জুমাদাল উখরা মাসেই তাশরীফ ধরণীতে,

জাহিলি যাতনা চূর্ণ করেই কামিয়াবে রন জিতে।

 

তিনি জীবন্ত সূর্যের ন্যায় অনন্ত আলোয়ান,

ইহা ইয়াক্বীন করা ফরযে আইন বুঝো হে মুসলমান।

পাঠ্য পুস্তকে পবিত্র জীবনী পাঠ করা জরুরী,

লও শুনে লও শিক্ষা সচিব মন্ত্রী যে সরকারি।

 

আজ মুসলিম তাসলিম ভুলে তাগুতেই একাকার,

হউক নর আর নারী নেই এতে বাছিবার।

আহা বাংলার বিশ কোটি লোক মুসলিম হয়ে তারা,

গর্ব করছে তবুও কর্মে গুমরাহী রহে পুরা।

 

বেপর্দা হওয়ার প্রতিযোগিতায় নারীরা আজকে হায়,

ইহুদী নাছারা মুশরিকদের ডিঙ্গিয়ে চলে যায়।

ইজ্জত আর আব্রুকে তারা করে না থোরাই কেয়ার

পুরুষের ন্যায় নারীও বেড়াবে বিশ্বে নির্বিকার।

 

বেলেল্লাপনার সংস্কৃতি বলে সাজলো প্রগতিবাদী,

ফেরে অশ্লীলতার-রকমারী দেখছে নন্দ নদী।

হায় জাত য্য়া যায় মুসলিম নারী বিজাতীয় মাঝে মজে,

নিজ স্বাধীকার স্বত্ব তত্ত্ব সতীত্ব হারায়ে খোঁজে।

 

পরিণাম হায় কিছু নাই পায় ধুর ধুর বকা শুনে,

তাগুতের মাঝে তপ্ত ব্যতীত কিছু নাই আর আনে।

এহেন কঠিন জিঞ্জির হতে মুক্তি কিভাবে পায়,

ওই রাজারবাগ দরবার হতে জানা্েরছন আয় আয়।

 

সাইয়্যিদাতুন নিসা উম্মুল উমাম জগৎ জ্যোতিস্মান

তিনি ইসলামী রাহগীরি নূর সাইয়্যিদা মহীয়ান।

তিনি ইলাহী হাবীবা রসূলী তনয়া যাহরায়ী রহমত,

তিনি নারীদের মুক্তির দূত দেখাচ্ছেন সৎ পথ।

 

কুরআন হাদীছ ইজমা কিয়াস ইলমে তাসাউফে তিনি,

কামিলে মুকাম্মিল অনাবিল শানে রহেন মধ্যমণি

ছোহবতে উনার নারীরা অপার হিদায়াত যায় পেয়ে,

রহেন নারীত্ব বোধের মূল্যায়নে সচেতন নির্ভয়ে।

 

সুবহানাল্লাহ-শুকরিয়া ওই খ্বালিক মালিক তরে,

গহিন জাহিলে পাঠালেন খোদা উম্মুল উমাম ওরে।

আর নয় বসে ওরে ও নারী লও বুঝে স্বকীয়তা,

গ্রহ ইহা পরকালের কামিয়াবী পেতে সুন্নতী শরীফতা।

 

হযরত মা যাহরায়ী নূর উম্মুল উমামী ঘরে,

গোটা জগতের মুসলিমা আসো গুমরাহী সব ছেড়ে।

পবিত্র দ্বীন ইসলামে সাবলীল,

নাহি পায় প্রশ্রয় কভু হেথা কোন গরমিলে।

 

ওই খোদায়ী কালাম আল কুরআন মওজুদ নির্ভুল,

বাতিলবাদীরা কাহিলে রহিলো গ্রহে লয় নির্মূল।

ঐ হাদীছি বাণী ইসলামী মান অক্ষত অবিকল,

জনম জনম রহে হরদম জীবন্ত নির্মল।

 

ইমাম মুজতাহিদ মুজাদ্দিদ সবে নির্ভীক মহীয়ান,

কুতব আব্দাল মুজাহিদ বীর অনাদি অনির্বান।

যুগের নকীব যুগের ইমাম যুগের মুজাদ্দিদ,

রন বেমিছাল কামালে কামাল দুর্দমে অবিদিত্।

 

রহেন সার্বিক ভাবে পবিত্র দ্বীনে বিলকুল হিফাযত,

পারে নাই কেউ পারবে না কভু দিতে হায় ইহানত।

আজকে যদিও কঠিন জাহিলে মানবতা ভঙ্গুর,

আজকে যদিও তাগুতের তোপে শালীনতা চুরাচুর।

 

আফযালুন নাস বা’দাল আম্বিয়া,

রহেন ছিদ্দীক্বে আকবর তিনি বরাবর নূরে নূর চমকিয়া।

তিনি তো ত্যাগের বেমিছাল প্রতীক পবিত্র ইসলামে,

তিনি নিবেদিত ধৈর্য্য ইয়াক্বীনে প্রতিক্ষণ মরুভূমে।

 

তিনি খলীফাতুর রসূল হয়েই সৃষ্টির শুরু হতে,

তিনি মনোনীত সাইয়্যিদ হয়ে তাশরীফ ধরণীতে।

প্রথম খলীফা প্রথম মুসলিম প্রথম হাবীবী সাথী,

ছিদ্দীক্বে আকবর উত্তরোত্তর লুফে লন নূরী প্রীতি।

 

তিনি আদর্শ দর্শী নূর শাহেনশাহ আমানত,

তিনি হাবীবী হাদিয়া জিছ, হিদায়েতী হুরমত।

তেষট্টি বছর পূর্ণ হলে ইলাহী দীদারে যান,

বাইশে জুমাদাল উখরা সেই দিবসটি স্মরণীয় সুমহান।

 

ওহে মুসলিম আজিও উনার চাও যদি ছোহবত,

মুজাদ্দিদে আ’যম মামদূহ মোদের লও উনার নিসবত।

রাজাবাগ শরীফ দরবার উনার নববী নূরের নীড়,

ঐ নূরে তুমি ভাংতে পারবে তাগুতের জিঞ্জির।


-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান।

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৭

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৮

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে-৭৯

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে- ৮০

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, মুনাফিক গংদের হাক্বীক্বত গেল খুলে- ৮১