ক্বওল শরীফ

সংখ্যা: ২০৯তম সংখ্যা | বিভাগ:

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ উনার

পবিত্র কালাম শরীফ

আমি প্রত্যেক উম্মতের জন্যে কুরবানীর বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে তাদেরকে রিযিকস্বরূপ যেসব গৃহপালিত চতুষ্পদ জন্তু দেয়া হয়েছে সেগুলি যবেহ কালে তারা যেনো আল্লাহ পাক উনার নাম মুবারক উচ্চারণ করে।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার

পবিত্র হাদীছ শরীফ

হে মানুষেরা (জেনে রাখ)! নিশ্চয়ই প্রত্যেক পরিবারের জন্যে প্রত্যেক বছরই

কুরবানী করা আবশ্যক।

যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার

পবিত্র ক্বওল শরীফ

যাদের উপর কুরবানী ওয়াজিব অথবা যাদের উপর ওয়াজিব নয় কিন্তু সামর্থ্যবান তাদের প্রত্যেকের উচিত আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাছিলের উদ্দেশ্যে কুরবানী করা।

ক্বওল শরীফ

ক্বওল শরীফ মুবারক

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ