পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম (৪৫) উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

সংখ্যা: ২৫৫তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

পূর্বপ্রকাশিতের পর

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

প্রেক্ষিত কারণে রউফুর রহীম, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাঁরা খাছ আওলাদ, খাছ নায়িব, বিশেষ করে আখাছছুল খাছ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দেখা স্বপ্ন সর্বাংশে সত্য। ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাছছুল খাছ আওলাদ এবং হাক্বীক্বীভাবে উনার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। কাজেই, উনার দেখা মুবারক সকল স্বপ্নই সর্বাংশে সত্য। উনার মুবারক স্বপ্ন সম্পর্কে আপত্তি উত্থাপন করলে কিংবা কোনো প্রকার সন্দেহ পোষণ করলে ঈমানহারা হতে হবে।

মুবারক স্বপ্ন বৃত্তান্ত:

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশের আনুমানিক ৩/৪ মাস পূর্বে বর্তমান মূল ভবনের তিন তলায় উনার কনিষ্ঠ আওলাদ আলাইহিস সালাম উনার পাশে অবস্থান করতেন।

সেখান থেকে উনাকে উনার লখতে জিগার আওলাদ, আওলাদে রসূল, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, সুলত্বানুন নাছীর, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক সন্নিধানে চার তলায় আনা হয়।

কিছুদিন পর আবার উনাকে তিন তলায় পূর্বের স্থানে নেয়া হয় পবিত্র ২৮ রমাদ্বান শরীফ, ১৪৩২ হিজরী সনে। সেখানে ২/১ দিন অবস্থানের পর পুনরায় তিনি উনার লখতে জিগার, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক সন্নিধানে চার তলায় আসার জন্য ব্যাকুল হয়ে উঠেন।

তিন তলায় অবস্থানকারী কনিষ্ঠ আওলাদ উনার কাছে সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি একখানা মুবারক স্বপ্ন বর্ণনা করেন। তিনি উনার কনিষ্ঠ পুত্রকে বলেন: “তোমাদের সম্মানিত আব্বাজান আলাইহিস সালাম তিনি মুবারক স্বপ্নযোগে আমাকে জানিয়েছেন যে, তোমরা উনার পবিত্র জিসিম মুবারক পবিত্র রওজা শরীফে রাখার সময় তিনি উনার ঘাড় মুবারকে একটু ব্যথা অনুভব করেন।”

সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি মুবারক স্বপ্ন বৃত্তান্তে কনিষ্ট আওলাদ উনাকে আরো বলেন: “আমি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের পর আমার জিসিম মুবারক পবিত্র রওজা শরীফে রাখার সময় তোমরা সতর্কতা অবলম্বন করবে এবং সম্মানিত সুন্নতী তর্জ-তরীক্বা পরিপূর্ণরূপে অনুসরণ করবে।” সুবহানাল্লাহ! (চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান-উনার দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৮

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান-উনার দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৯

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান-উনার দীদারে মাওলার দিকে প্রস্থান-১৪০

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলার দিকে প্রস্থান-১৪৯

সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গওছুল আ’যম, মুজাদ্দিদুয যামান, ইমামুর রাসিখীন, সুলত্বানুল আরিফীন, মুহিউদ্দীন, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি (৩)