সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ থাকবে, বিসমিল্লাহ থাকবে; কিন্তু ‘ইনশাআল্লাহ’ থাকবে না- এটা কেমন কথা?

সংখ্যা: ২০১তম সংখ্যা | বিভাগ:

‘ইনশাআল্লাহ’ বলার ফযীলত বঙ্গবন্ধু থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেও সাক্ষাৎ পেয়েছেন। সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ থাকবে, বিসমিল্লাহ থাকবে; কিন্তু ‘ইনশাআল্লাহ’ থাকবে না- এটা কেমন কথা?

‘সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা’ আর ‘ইনশাআল্লাহ’ বলা তো- হুবহু একই কথা। ‘বিসমিল্লাহ’ থাকবে কিন্তু ৭২-এর সংবিধানে প্রত্যাবর্তনের নামে ‘ইনশাআল্লাহ’ উঠিয়ে দেয়া হবে- এটা তো দেশের শতকরা প্রায় ৯৭ ভাগ জনগোষ্ঠী মুসলমান মেনে নিবে না।

পাশাপাশি এটা তো ‘কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না’- এ নির্বাচনী প্রতিশ্রুতির সরকারেরও কাজ হতে পারে না।

মনে রাখতে হবে, এদেশের জনগণ ‘বিসমিল্লাহ’ যেমন ভালবাসে; একইভাবে তারা ‘ইনশাআল্লাহ’ও ধর্মের অঙ্গ হিসেবে অনুভব করে। তাদের সে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া কখনও প্রজ্ঞাসম্পন্ন কাজ হবে না।

 

 

মাননীয় প্রধানমন্ত্রী!

তখন ‘ইনশাআল্লাহ’ বলেছিলেন! এখন তাহলে কী বলবেন?

আপনি তখনও প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হননি। ৭৫-এর পর দেশ প্রত্যক্ষ করেছে একের পর এক সামরিক গণতন্ত্র থেকে স্বৈরাচারতন্ত্র। আপনি তখন সক্রিয় আন্দোলনের মাঠে-ময়দানে।

কিন্তু আপনার প্রতি জনতার স্বতঃস্ফূর্ত বেগবান সমর্থন দেখে আপনি তখন বলে ফেলেছিলেন,

‘ইনশাআল্লাহ! আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো।’

মাননীয় প্রধানমন্ত্রী!

আপনার জানা রয়েছে, আপনার পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুও বলেছিলেন, ‘এদেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ।’

এদেশবাসী সবাই বিশ্বাস করে যে, বঙ্গবন্ধু সেদিন ইনশাআল্লাহ বলার কারণেই মাত্র ৯ মাসের মাথায় বিশাল পাক বাহিনীর মোকাবিলায় এদেশ স্বাধীন হয়েছিলো।

আর ইনশাআল্লাহ বলায় একবার নয়; দু’বার প্রধানমন্ত্রী

আপনি হলেন, সে তো নিজেই দেখতে পাচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রী!

ইনশাআল্লাহ শব্দের অর্থ কী? ‘সর্বশক্তিমান আল্লাহ পাক উনি যদি চান!’ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন যে, সর্বশক্তিমান আল্লাহ পাক উনি যদি চান তবেই আপনি প্রধানমন্ত্রী হবেন।

সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি অবিচল আস্থা ও পূর্ণ বিশ্বাস থেকেই আপনি একথা বলেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী!

শুনতে পাচ্ছি এখন থেকে নাকি আপনি আর একথা বলবেন না, এমনকি সংবিধানেও  একথা রাখবেন না।

মাননীয় প্রধানমন্ত্রী!

৭৫-এর সংবিধান সংশোধনী প্রত্যাহার হয়েছে তাতে তথাকথিত ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হবে এটাও ভাল কথা।

তারপরও তাতে ‘বিসমিল্লাহ শরীফ’ থাকবে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ থাকবে সেটা আরো ভালো কথা।

কিন্তু আপনি কী আল্লাহ পাক বাঁচালে এ দেশের খিদমত আর করবেন না?

করতে চান না?

জনগণ তো তা বিশ্বাস করে না?

তাহলে সেক্ষেত্রে কী আপনার প্রতি আল্লাহ পাক উনার রহমত,

আল্লাহ পাক উনার চাওয়া- সমর্থন সেটা প্রয়োজনীয় মনে করেন না?

মাননীয় প্রধানমন্ত্রী!

আপনি কী আর সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ব্যক্ত করবেন না?

আপনি কী আর ইনশাআল্লাহ বলবেন না?

ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আপনি অবশ্যই ‘ইনশাআল্লাহ’ বলবেন।

কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী,

৭২-এর সংবিধানে ফেরার নামে ‘সর্বশক্তিমান আল্লাহ পাক উনার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ উঠিয়ে দেয়ার নামে যে খোদ ‘ইনশাআল্লাহ’ উঠে যাবে।

‘পরম করুণাময় আল্লাহ পাক উনার নামে আরম্ভ করছি’ এই বাংলা বাক্যাবলীকে যেমন আরবীতে ‘বিসমিল্লাহ’ বলা হয় তেমনই ‘সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’- এই বাংলা বাক্যাবলীর ভাবার্থ ও সংক্ষিপ্ত আরবীই হলো ‘ইনশাআল্লাহ’।

মাননীয় প্রধানমন্ত্রী!

সংবিধানে ‘বিসমিল্লাহ’ রাখবেন কিন্তু ‘ইনশাআল্লাহ’ উঠিয়ে দিবেন সেটা কেমন হবে?

এদেশের শতকরা প্রায় ৯৭ ভাগ জনগোষ্ঠী ‘বিসমিল্লাহকে’ যেমন ভালবাসে, ‘ইনশাআল্লাহ’কেও তেমনিই অনুভব করে।

দোহাই আপনার! এদেশের শতকরা প্রায় ৯৭ ভাগ জনগোষ্ঠী মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আপনি ‘বঙ্গবন্ধু কন্যা’ হয়ে সে আঘাত করিয়েন না।

নব প্রজন্ম নয়; বরং দেশের প্রবীণ জনগোষ্ঠী তথা মুসলমানগণ ‘কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না’-এ নির্বাচনী প্রতিশ্রুতিতে এবারে অধিক উৎসাহিত ও আকর্ষিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী!

তাই তারা কেউই যেন প্রতারিত না হয়। তারা যেন সংবিধানে একই সাথে ‘বিসমিল্লাহ’ ও ইনশাআল্লাহ’ দুটোই পায়।

মাননীয় প্রধানমন্ত্রী!

আপনিও যাতে আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মত-পথ অনুযায়ী এদেশের খিদমত করার সুযোগ পান, আপনার নেক হায়াত দারাজ হয়, সেই দোয়াই করি ইনশাআল্লাহ।

‘কুরআন-সুন্নাহ বিরোধী কোন কাজ যাতে আপনার দ্বারা না হয়’ সে দোয়াও করি ইনশাআল্লাহ।

আরো দোয়া করি এই ইনশাআল্লাহ যাতে সর্বস্থানে স্বমহিমায় সবিস্তারে থাকে,

তথা ‘ইনশাআল্লাহ’ বলেই যাতে আমরা দোয়া শেষ করতে পারি;

কথা শেষ করতে পারি;

সর্বোপরি আপনিও যাতে আবারো বলতে পারেন ইনশাআল্লাহ।

 

-মুহম্মদ আলম মৃধা।

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কায্যাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী হক্ব। খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব-৬৭

ভ্রান্ত ওহাবী মতবাদ প্রচারের নেপথ্যে-১৬

চাঁদ দেখা ও নতুন চন্দ্রতারিখ নিয়ে প্রাসঙ্গিক আলোচনা-৩৫

বাতিল ফিরক্বা ওহাবীদের অখ্যাত মুখপত্র আল কাওসারের মিথ্যাচারিতার জবাব-২৫ হাদীছ জালিয়াতী, ইবারত কারচুপি ও কিতাব নকল করা ওহাবীদেরই জন্মগত বদ অভ্যাস ওহাবী ফিরক্বাসহ সবগুলো বাতিল ফিরক্বা ইহুদী-নাছারাদের আবিষ্কার! তাদের এক নম্বর দালাল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ‘সংবিধানের প্রস্তাবনা’, ‘মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা’ ‘জনস্বাস্থ্য ও নৈতিকতা’ এবং ‘জাতীয় সংস্কৃতি’ শীর্ষক অনুচ্ছেদের সাথে- থার্টি ফার্স্ট নাইট তথা ভ্যালেন্টাইন ডে পালন সরাসরি সাংঘর্ষিক ও সংঘাতপূর্ণ’। পাশাপাশি মোঘল সংস্কৃতির দান পহেলা বৈশাখ পালনও প্রশ্নবিদ্ধ।সংবিধানের বহু গুরুত্বপূর্ণ ও বিশেষ স্পর্শকাতর অনুচ্ছেদের প্রেক্ষিতে ৯৫ ভাগ মুসলমানের এদেশে কোনভাবেই থার্টি ফার্স্ট নাইট ও ভ্যালেন্টাইন ডে পালিত হতে পারে না।পারেনা গরিবের রক্ত চোষক ব্র্যাকের ফজলে আবেদও ‘নাইট’ খেতাব গ্রহণ করতে। পারেনা তার  নামের সাথে ‘স্যার’ যুক্ত হতে। পাশাপাশি মোঘল সংস্কৃতির দান পহেলা বৈশাখ পালনও প্রশ্নবিদ্ধ।