ইসলামী ব্যাংকের ডিপিএস একাউন্ট প্রসঙ্গে

সংখ্যা: ২০৭তম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ ছাদিকুল ইসলাম, সাপহার, নওগাঁ

সুওয়াল: ইসলামী ব্যাংকের ডিপিএস একাউন্টে প্রতি মাসে কিস্তি অনুযায়ী ৫০০ টাকা অথবা ১০০০ টাকা রাখলে, ব্যাংক পাঁচ বছর অথবা দশ বছর পর একটি নির্দিষ্ট হারে লাভ দিয়ে থাকে। এই লাভ নেয়া হালাল হবে কিনা?

জাওয়াব: ইসলামী ব্যাংকগুলো মূলত: সুদমুক্ত নয়। সুতরাং এ ব্যাংকের উক্ত লাভ নেয়া সুদ বলে গণ্য হবে, যা গ্রহণ করা জায়িয হবে না।

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব