যে ইমাম, খতীব, নিজে টিভি দেখে, তার পিছনে নামাযের ইক্তিদা করা

সংখ্যা: ২০৭তম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ মাহমুদুর রহমান, হাঁসাড়া, মুন্সিগঞ্জ

সুওয়াল: যে ইমাম, খতীব, নিজে টিভি দেখে, তার পিছনে নামাযের ইক্তিদা করা যাবে কি?
জাওয়াব: টিভি, ভিসিপি, ডিস, ভিসিআর ইত্যাদি প্রাণীর ছবি ও অশ্লীলতা বিস্তারকারী কোন কিছু দেখা শরীয়তের দৃষ্টিতে হারাম। অতএব, যে ইমাম খতীব এগুলো দেখে, সে ইমাম চরম ফাসিক বা কবীরাহ গুনাহগার। এজন্য তার পিছনে নামাযের ইক্তিদা করা জায়িয নেই, বরং মাকরূহ তাহরীমী। (ফতওয়ায়ে আলমগীরী, শামী, আদদুররুল মুখতার ইত্যাদি)

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ