স্ত্রী স্বামীর সাথে জামায়াতে নামায আদায়

সংখ্যা: ২০৭তম সংখ্যা | বিভাগ:

মা’রূফা হুমাইরাহ খাতুন, গাজীর দরগাহ, রাজারহাট, কুড়িগ্রাম

সুওয়াল: স্ত্রী স্বামীর সাথে জামায়াতে নামায আদায় করতে পারবে কি না? পারলে কোন পদ্ধতিতে পারবে।

জাওয়াব: হ্যাঁ পারবে। এ অবস্থায় স্বামী সামনে দাঁড়াবেন, আর স্ত্রী পিছনের কাঁতারে দাঁড়াবেন। মনে রাখতে হবে, স্বামী-স্ত্রী একই সাথে পাশাপাশি দাঁড়ালে জামায়াতে নামায শুদ্ধ হবে না।
(আইনুল হিদায়াহ, আল মাযাহিবুল আরবায়াহ, তাতারখানিয়া, আলমগীরী)

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব