আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইউস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৪৭

সংখ্যা: ২৫৩তম সংখ্যা | বিভাগ:

আল্লামা মুফতী মুহম্মদ কাওছার আহমদ

আহারের শেষে খাবারের পাত্র ও আঙ্গুলচেটে খাওয়া সুন্নত

হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন-

ان النبى صلى الله عليه وسلم امر بلعق الاصابع والصحفة وقال انكم لا تدرون فى اية البركة.

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খাওয়ার শেষে আঙ্গুলীসমূহ এবং খাদ্যের পাত্র চেটে খাওয়ার নির্দেশ মুবারক দিয়েছেন।” তিনি আরো ইরশাদ মুবারক করেন, “খাদ্যের কোন্ অংশের মধ্যে বরকত রয়েছে তা তোমরা জান না।” (মুসলিম শরীফ, মিশকাত শরীফ)

হযরত নুবাইশা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি কোন পাত্রে খাবার খায় এবং পরে উহা চেটে খায় তখন পাত্রটি তাকে লক্ষ করে বলে-

اِعْتَقَكَ اللّـهُ مِنَ النَّارِ كَمَا اِعْتَقَتَنِىَ مِنَ الشّيْطَانِ

অর্থ: “মহান আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন যেমন তুমি আমাকে শয়তান থেকে মুক্ত রেখেছ।” (রযীন শরীফ, মিশকাত শরীফ)

খাদ্যদ্রব্য অপচয় করা, নষ্ট করা

নাজায়িয বা হারাম

সাধারণতঃ অল্প বয়স্ক ছেলে মেয়েরা না বুঝে খাদ্য-দ্রব্য নষ্ট করে। মা-বাবা ছোট বেলায় তাদেরকে বিষয়টি বুঝিয়ে না দিলে পরবর্তীকালে তা বদঅভ্যাসে পরিণত হয়। খাদ্য-দ্রব্য বা অন্যান্য কোন জিনিষই অপচয় করা কিংবা নষ্ট করা জায়িয নেই। মহান আল্লাহ পাক তিনি স্বীয় বান্দাদেরকে তা নিয়ামত স্বরূপ দান করেছেন। মহান আল্লাহ পাক উনার নিয়ামত রাজী নষ্ট করা কিংবা অপচয় করা কঠিন অন্যায়। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

كُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا اِنّهُ لَا يُحِبُّ الْـمُسْرِفِيْنَ

অর্থ: “তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের মুহব্বত করেন না।” (পবিত্র সূরা আ’রাফ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)

কাজেই যারা অপচয় করে কিংবা নষ্ট করে তারা শয়তানের দোসর। কেননা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

اِنَّ الْمُبَذّرِيْنَ كَانُوْا اِخْوَانَ الشَّيَاطِيْنَ

অর্থ: “নিশ্চয়ই অপচয়কারীগণ শয়তানের ভাই।” (সূরা বানী ইসরাঈল শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৭)

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

ان الشيطان يحضر احدكم عند كل شىء من شانه حتى يحضره عند طعامه فاذا سقطت من احدكم اللقمة فليمط ما كان بها من اذى ثم لياكلها ولا يدعها للشيطان.

অর্থ: “তোমাদের কারো প্রতিটি কাজের সময় শয়তান তার পাশে উপস্থিত হয়। এমনকি তার খাওয়ার সময়ও তার নিকট উপস্থিত হয়। কাজেই, তোমাদের কারো লোকমা (কিংবা কিয়দাংশ) যদি পড়ে যায়, তাহলে সে যেন তা তুলে পরিস্কার করে খেয়ে নেয়। শয়তানের জন্য যেন ছেড়ে না দেয়।” (মুসলিম শরীফ, মিশকাত শরীফ)

মাদারিজুন নুবুওওয়াহ কিতাবে বর্ণিত আছে, “যে ব্যক্তি দস্তরখান হতে খাদ্য তুলে খাবে মহান আল্লাহ পাক তিনি তাকে অভাব, অনটন, ধবল ও কুষ্ঠ রোগ হতে মুক্তি দিবেন । তার সন্তানদেরকে নেককার, আল্লাহওয়ালা বানাবেন, তাকে নির্বুদ্ধিতা থেকে হিফাযত করতঃ সকল বালা-মুছীবত থেকে মুক্তি দান করবেন।” সুবহানাল্লাহ!

যামানার ইমাম ও মুজতাহিদ,খলীফাতুল্লাহ, খলীফাত রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “যারা দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাবে কিংবা পড়ে যাওয়া খাবার পরিস্কার করে মুহব্বতের সাথে খাবে তারা কখনো খাবারে কষ্ট পাবে না।” সুবহানাল্লাহ! পক্ষান্তরে যারা খাবার অপচয় করবে কিংবা খাবার নষ্ট করবে তারা খাবারে কষ্ট পাবে।” নাউযুবিল্লাহ

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৯১

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৯২

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৯৩

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১০২

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১০৩