আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইউস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৩৪ -আল্লামা মুফতী মুহম্মদ কাওছার আহমদ আক্বীক্বা উনার দোয়া

সংখ্যা: ২৪০তম সংখ্যা | বিভাগ:

আক্বীক্বা উনার পশু যবেহ করার সময় এই দোয়া পড়বে-

اللهم هذه عقيقة ابنى فلان دمها بدمه ولحمها بلحمه وعظمها بعظمه وجلدها بجلده وشعرها بشعره اللهم اجعلها فداء لابنى من النار بسم الله الله اكبر

فلان – এর স্থানে সন্তানের নাম নিবে। মেয়ে হলে ابنى – এর স্থানে ابنتى এবং সকল ه এর স্থানে ها বলতে হবে।

আক্বীক্বা উনার হাড় ফেলবে না। প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সবই রান্না করে খাবে। ধাত্রীকে একটি রান এবং কিছু গোশত দিবে। আক্বাক্বীর গোশত সবাই খেতে পারবে। গরীব দুঃখিকে দান করতে পারবে। আত্মীয়-স্বজনদেরকে হাদিয়াও করতে পারবে। (মুসনাদে ইসহাক, মিফতাহুল জান্নাহ-১৩৩)

মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রেযামন্দি মুবারক লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত

মু’মিন-মু’মিনাহ সকলেরই দায়িত্ব কর্তব্য হচ্ছে, মহান আল্লাহ পাক উনাকে এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে সন্তুষ্ট করা, খুশি করা। জীবনের প্রত্যেক কাজে উনাদের সন্তুষ্টি-রেযামন্দি তালাশ করা।

কেননা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

والله ورسوله احق ان يرضوه ان كانوا مؤمنين

অর্থ: “তারা যদি মু’মিন হয় তাহলে তাদের দায়িত্ব-কর্তব্য হচ্ছে, মহান আল্লাহ পাক এবং উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্ট করা। উনারাই সন্তুষ্টি পাওয়ার সর্বাধিক হক্বদার।” (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬২)

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

رضوان من الله اكبر

অর্থ: “মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারকই সবচেয়ে বড় নিয়ামত।” (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭২)

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইত্তিবা তথা অনুসরণ অনুকরণই হচ্ছে আমলে ছালিহ বা নেক আমল। উনার ইত্তিবা বহির্ভুত ছূরতান যত ভালো আমলই হোক না কেন তা আমলে ছালিহ বা নেক আমল নয়।

কাজেই, সন্তান-সন্ততি প্রতিপালনের ক্ষেত্রেও উনার ইত্তিবা তথা অনুসরণ-অনুকরণ করতে হবে। মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি-রেজামন্দি তালাশ করতে হবে। অন্যথায় দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে বাবা-মাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে।

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجارة. عليها غلاظ شداد لايعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون.

অর্থ: হে ঈমানদারগণ! তোমরা নিজেকে ও পরিবার-পরিজনকে সেই আগুন হতে রক্ষা করো যার ইন্দন হবে মানুষ ও পাথর। সেখানে নিয়োজিত আছে জালালী স্বভাবের হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম। উনারা মহান আল্লাহ পাক উনার নাফরমানী করেন না। উনাদেরকে যা আদেশ মুবারক করা হয় উনারা তাই করেন।” (পবিত্র সূরা তাহরীম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬)

কাজেই স্ত্রী, সন্তান-সন্ততিদেরকে ফরয, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা আমলসমূহ শিক্ষা দেয়া যেমন ফরয, তেমনি হালাল, হারাম, মাকরূহ তাহরীমীর বিধানাবালী শিক্ষা দেয়া এবং তা পালন করানোর চেষ্টা কোশেশ করা প্রত্যেক ব্যক্তির উপর ফরয।

ছাহিবুর রিদ্বওয়ান, আয়ায্যু উম্মাতিন নাবিয়্যি, আ’দালু উম্মাতিন নাবিয়্যি, ছাহিবুত্ তাক্বওয়া, মাহবুবুল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৮৫

ছাহিবুর রিদ্বওয়ান, আয়ায্যু উম্মাতিন নাবিয়্যি, আ’দালু উম্মাতিন নাবিয়্যি, ছাহিবুত্ তাক্বওয়া, মাহবুবুল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৮৬

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৮৭

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৮৮

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী- উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৮৯