সাইয়্যিদ আহমদ খুবাইব, নাজিম খাঁ, কুড়িগ্রাম

সংখ্যা: ২০৫তম সংখ্যা | বিভাগ:

সুওয়াল: নামায অবস্থায় পকেটে হাত দিয়ে মোবাইল ফোন বন্ধ করলে এবং শরীর চুলকালে নামায ভঙ্গ হবে কি না? অনুগ্রহ করে জানিয়ে উপকৃত করবেন।

জাওয়াব: নামায অবস্থায় মোবাইল ফোন বন্ধ করলে এবং এক রুকনে তিন তাসবীহ পরিমাণ সময় শরীর চুলকালে নামায ভঙ্গ হয়ে যাবে। (সমূহ ফিক্বাহের কিতাব দ্রষ্টব্য)

 

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব