সুওয়াল: যাকাতের টাকা সরাসরি মসজিদের ইমাম, ঈদগাহের ইমাম, তারাবীহর ইমাম ছাহিবকে দেয়া যাবে কিনা?

সংখ্যা: ২২৮তম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ শাহজাহান

চাঁপাইনবাবগঞ্জ

 সুওয়াল: যাকাতের টাকা সরাসরি মসজিদের ইমাম, ঈদগাহের ইমাম, তারাবীহর ইমাম ছাহিবকে দেয়া যাবে কিনা?

জাওয়াব: যাকাত, ফিতরা, কুরবানীর চামড়া বা তার মূল্য ইত্যাদি গরীব, মিস্কীন ও ইয়াতীমদের হক্ব অর্থাৎ ফরয-ওয়াজিব ছদকা (আদায় হওয়ার জন্য) গরীব, মিসকীন ও ইয়াতীমদেরকে তার (ছদকার) মালিক করে দেয়া শর্ত।

কাজেই, মসজিদ, ঈদগাহ ও তারাবীহ’র ইমামতি করা বাবদ অর্থাৎ উজরত বাবদ যাকাত, ফিতরা, কুরবানীর চামড়ার টাকা ইমাম ছাহিবকে দেয়া জায়িয নেই। অবশ্য ইমাম ছাহিব যদি যাকাত-ফিতরা বা কুরবানীর ছাহিবে নিসাব না হন এবং গরীব বা মিসকিন হন, তাহলে গরীব বা মিসকিন হিসেবে উক্ত টাকা নিতে পারবেন। কিন্তু ছাহিবে নিসাব হলে উক্ত টাকা নিতে পারবেন না।

(ফতওয়ায়ে শামী, দুররুল মুখতার, আলমগীরী, আইনুল হেদায়া, নাওয়াদিরুল ফতওয়া ইত্যাদি সমূহ ফিক্বাহর কিতাব)

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ