আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইউস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৬৬

সংখ্যা: ২৭২তম সংখ্যা | বিভাগ:

চামড়ার বিছানায় শোয়া সম্মানিত সুন্নত মুবারক

عَنْ حَضْرَتْ جَعْفَرَ بْنِ مَـحْمَّدٍ عَنْ اَبِيْهِ قَالَ سُئِلَتْ حَضْرَتْ اُمُّ الْـمُؤْمِنِيْنَ الثَّالِثَةُ الصِّدَّيْقَةُ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ مَا كَانَ فِرَاشُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِـىْ بَيْتِكَ قَالَتْ مِنْ اٰدَمِ حَشْوَه  لِيْفٌ

অর্থ: সাইয়্যিদুনা হযরত ইমামুছ সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি একদা জিজ্ঞাসিত  হলেন, আপনার পবিত্র হুজরা শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বিছানা মুবারক কিরূপ ছিল?

তিনি ইরশাদ মুবারক করেন, চামড়ার তৈরী বিছানা মুবারক, যার মধ্যে খেজুর গাছের পাতা ও ছাল ভরানো ছিল। (শামায়িলে তিরমিযী শরীফ-৩৩৮)

চটের উপর শোয়া সম্মানিত সুন্নত মুবারক

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

وَسُئِلَتْ حَضْرَتْ اُمُّ الْـمُؤْمِنِيْنَ الرَّابِعَةُ حَفْصَةُ عَلَيْهَا السَّلَامُ مَا كَانَ فِرَاشُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِـىْ بَيْتِكَ قَالَتْ مَسْحًا نَثْنِيْهِ ثِنْتَيْنِ فَيَنَامُ عَلَيْهِ فَلَمَّا كَانَ ذَاتَ لَيْلَةٍ قُلْتُ لَوْ ثَنَيْتُه  أَرْبَعَ ثِنْيَاتٍ كَانَ اَوْطَاُ لَه  فَثَنَيْنَاهُ بِأَرْبَعِ ثِنْيَاتٍ فَلَمَّا أَصْبَحَ قَالَ مَا فَرَشْتُمُوْلِـىَ اللَّيْلَةَ قَالَتْ قُلْنَا هُوَ فِرَاشُكَ اِلَّا اَنَّا ثَنَيْنَاهُ بِأَرْبَعِ ثِنْيَاتٍ قُلْنَا هُوَ اَوْطَاُ لَكَ قَالَ رُدُّوْهُ لِـحَالَتِهِ الْأُوْلٰـى فاِنَّه  مَنَعَتْنِـيْ وَطَأَتُه  صَلٰوتِى اللَّيْلَةَ.

অর্থ: উম্মুল মু’মিনীন আর রাবিয়াহ আলাইহাস সালাম তিনি একদা জিজ্ঞাসিত হলেন, আপনার পবিত্র হুজরা শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত বিছানা মুবারক কিরূপ ছিল? তিনি ইরশাদ মুবারক করলেন, একটি চট ছিল। আমি তা দু’ভাজ করে বিছিয়ে দিতাম। একদিন ভাবলাম, চটটি যদি চার ভাজ করে বিছিয়ে দেই তাহলে হয়তো একটু আরাম হবে। এই ভেবে বিছানাটি চার ভাজ করে বিছিয়ে দিলাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকালে আমাকে বললেন, রাতে আমার জন্য কি বিছিয়ে দিয়েছিলেন? আমি বললাম, আপনার সম্মানিত বিছানা মুবারকই বিছিয়ে দিয়েছিলাম। তবে সম্মানিত বিছানা মুবারক একটু নরম হবে এই ভেবে চার ভাজ করে বিছিয়ে দিয়েছিলাম।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ওটা পূর্বের অবস্থায় রেখে দিন। কেননা, নরম বিছানা (আমার উম্মতের) তাহাজ্জুদের নামাযে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। (শামায়িলে তিরমিযী শরীফ-৩৩৮)

উল্লেখ্য যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। এমন কোন শক্তি নেই যে, উনার সম্মানিত কাজ মুবারকে কিংবা আমল মুবারকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তিনি যেহেতু মহান আদর্শ মুবারক। উনার অনুসরণে উম্মত যদি নরম-কোমল অথবা আরামদায়ক বিছানায় ঘুমান তাহলে অধিকাংশের ক্ষেত্রেই তা প্রতিবন্ধকতার কারণ হতে পারে। তাছাড়া অত্যন্ত নরম বিছানা উম্মাহর স্বাস্থ্যহানীর কারণ হয়ে থাকে। শক্ত বিছানা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ও কল্যাণকর। সুবহানাল্লাহ!

ছাহিবুর রিদ্বওয়ান, আয়ায্যু উম্মাতিন নাবিয়্যি, আ’দালু উম্মাতিন নাবিয়্যি, ছাহিবুত্ তাক্বওয়া, মাহবুবুল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৮৬

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৮৭

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৮৮

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী- উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৮৯

আ’লামু বিত্ ত্বিব, আ’লামু বিল ফারায়িদ্ব, আ’লামু বিসুনানি রসূলিল্লাহ, হুল্লাতুল ইসলাম, আশাদ্দু হিজাবান, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম- রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী- উনার নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৯০